অধিনায়কত্বের ভবিষ্যৎটা মরগানের হাতেই ছেড়ে দিয়েছেন স্ট্রাউস
অইন মরগানের নেতৃত্বেই গত চার বছরে আমূল পাল্টে গেছে ইংল্যান্ড দলের চিত্রটা। ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো প্রথম অধিনায়কও তিনি। কিন্তু পরের বিশ্বকাপ পর্যন্ত কি তিনি খেলবেন? যদি নাই খেলেন, তাহলে ইংল্যান্ডের পরবর্তী অধিনায়ক হবেন কে? ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইংল্যান্ড ক্রিকেটে দলের পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউস বলছেন, অধিনায়কত্বের ভবিষ্যৎটা মরগানের হাতেই ছেড়ে দিয়েছেন তারা। আর মরগানের বিকল্প হিসেবে স্ট্রাউসের পছন্দ উইকেটকিপার জস বাটলারকে।
২০২৩ বিশ্বকাপের সময় মরগানের বয়স হবে ৩৬। ততদিন পর্যন্ত খেলা চালিয়ে যাবেন কিনা, সেটাও বড় প্রশ্ন। স্ট্রাউস অবশ্য সিদ্ধান্তটা মরগানের ওপরই ছেড়ে দিয়েছেন, ‘সে আসলে কী অর্জন করতে চায় এটাই বড় প্রশ্ন। সে এভারেস্টের চুড়ায় উঠে গেছে এই বিশ্বকাপের পর। আমরা কিছু ভুল আগেও করেছি। অ্যাশেজ জিতেছি, র্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠেছি। এরপর ভেবেছি আর কিছু জেতার বাকি নেই! আমাদের সবসময় আরও বড় কিছু জেতার লক্ষ্যটা সামনে রাখতে হবে। আমি বিশ্বাস করি মরগান এটাই করছে। অধিনায়ক থাকতে হলে সবসময়ই দলকে অনুপ্রেরণা জুগিয়ে যেতে হবে। চার বছরে ধরে সে সেটাই করছে। মরগান কতটা ভালো অধিনায়ক সেটা আমরা সবাই দেখেছি।’
দুইদিন আগে ওয়ানডে দলের সহ-অধিনায়ক বাটলার জানিয়েছিলেন, মরগানকে আরও অনেকদিন অধিনায়ক দেখতে চান তিনি, ‘এখনো তার অনেক কিছু দেওয়ার বাকি আছে। আশা করি সে খেলাটা চালিয়ে যাবে। সে অবিশ্বাস্য একটি অর্জন এনে দিয়েছে ইংল্যান্ডকে। সে আমাদের ইতিহাসের সেরা অধিনায়ক। তার অধীনে আমরা খেলতে খুবই পছন্দ করি। আমরা সবাই আশাবাদী সেই অধিনায়ক থাকবে।'
ইংল্যান্ডের পরবর্তী অধিনায়ক হিসেবে বাটলারকেই পছন্দ স্ট্রাউসের, ‘বাটলার দারুণ একজন ক্রিকেটার ও মানুষ। খেলাটা সে খুব ভালো বোঝে। যদি মরগান অধিনায়কত্ব ছেড়েই দেয়, তাহলে বাটলারই শক্ত প্রতিদ্বন্দ্বী হবে এই পদের জন্য।’