• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    ''খুন হতে পারতেন সানচেজ!''

    ''খুন হতে পারতেন সানচেজ!''    

    নরউইচ সিটি ডিফেন্ডার রায়ান বেনেটকে এক হাত নিয়েছেন আর্সেনাল বস আর্সেন ওয়েঙ্গার। গত রবিবার আর্সেনাল বনাম নরউইচ সিটি ম্যাচে বেনেটের ‘ধাক্কা’য় মাঠের পাশের ক্যামেরার উপর পড়ে যাওয়া গানারদের চিলিয়ান তারকা আলেক্সিস সানচেজ এ ঘটনায় ‘খুনও হতে পারতেন’ বলে মন্তব্য করেছেন ওয়েঙ্গার।


     

    এমন আচরণের জন্য বেনেটের সমালোচনায় মুখর হওয়ার পাশাপাশি মাঠে ক্যামেরা বসানোর জায়গা নিয়েও প্রশ্ন তুলেছেন আর্সেনাল ম্যানেজার, “সানচেজ যখন ক্যামেরার উপর পড়ে গেলো তখন কেউই যেন তেমন বিচলিত হল না। অথচ ওই ঘটনায় ছেলেটার মৃত্যু পর্যন্ত হতে পারতো। প্রথমত, এমন জায়গায় ক্যামেরা থাকাটাই বিপজ্জনক। দ্বিতীয়ত, বেনেটের কোন প্রয়োজনই ছিল না এভাবে সানচেজকে ধাক্কা দেয়ার।”

     

     

     

     

    এদিকে ওই ম্যাচেই হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন সানচেজ। সম্ভাব্য ইনজুরির শঙ্কায় সাবেক বার্সা ফরোয়ার্ডকে ওই ম্যাচে বিশ্রাম দেয়ার কথা বলেছিলেন অনেকেই। কিন্তু তারপরও তাঁকে মাঠে নামানোর যুক্তি হিসেবে ফ্রেঞ্চ এই কোচ বলছেন, ম্যাচের আগে সানচেজ পুরোপুরিই ‘ফিট’ ছিল, “খেলার আগে তাঁকে পরীক্ষা করানো হয়েছিল। আমি ব্যক্তিগতভাবে তাঁকে জিজ্ঞেস করেছিলাম যে, সে যদি পেশীতে সামান্যতম ব্যথাও অনুভব করে তবে যেন জানায়। তাহলে আমি তাঁকে নামাতাম না। কিন্তু সে বলেছিল কোনো সমস্যা নেই। মেডিক্যাল পরীক্ষার ফলও ইতিবাচক ছিল।”

     

    সানচেজের এই ইনজুরিতে কেন তাঁকে দায়ী করার কোন সুযোগ নেই সে ব্যাখ্যাও দিচ্ছেন ওয়েঙ্গার, “কোন খেলোয়াড়কেই আপনি অতিমানব বলতে পারবেন না। আবার তাঁর মতো একজন খেলোয়াড়কে না খেলালে আপনার কিছু আসবে-যাবে না এই কথাও আপনি বলতে পারবেন না। আমাদের ভুরি ভুরি সানচেজ নেই। তাঁর মতো একজনের বিকল্প খুঁজে পেতে আমাদের যথেষ্টই কাঠখড় পোড়াতে হয়।”

     

    এদিকে লিগামেন্টের চোট নিয়ে অন্তত তিন মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন আর্সেনালের মিডফিল্ডার সান্তি ক্যাজোরলাও। তবে ঠিক কতদিন এই স্প্যানিশম্যানকে বিশ্রামে থাকতে হবে তা বলতে পারছেন না ম্যানেজার, “লিগামেন্ট ছিঁড়ে গিয়ে থাকতে পারে। সময়ের হিসেব জানতে বিশেষজ্ঞদের কাছ থেকে পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে।”