• বুন্দেসলিগা
  • " />

     

    বায়ার্নকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা ডর্টমুন্ডের

    বায়ার্নকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা ডর্টমুন্ডের    

    গত মৌসুমে বুন্দেসলিগায় ১২ গোল ও ১৪ অ্যাসিস্ট করে জ্যাডন সানচো জায়গা করে নিয়েছিলেন মৌসুমের সেরা একাদশে। বুন্দেসলিগা শুরু হওয়ার আগেই ১৯ বছর বয়সী সানচো জানান দিলেন, এবার তিনি হয়ে উঠতে পারেন আরও ভয়ংকর। জার্মান লিগ কাপের ফাইনালে সানচোর গোল ও অ্যাসিস্টেই বায়ার্ন মিউনিখকে ২-০ ব্যবধানে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা ঘরে তুলল বরুশিয়া ডর্টমুন্ড। 

    প্রথমার্ধে দুই দলের ফরোয়ার্ডরাই মিস করেছেন বেশ কয়েকটি গোলের সুযোগ। দ্বিতীয় মিনিটেই মার্কো রয়েসের বা পায়ের দারুণ একটি শট ঠেকিয়ে দেয় ম্যানুয়েল নয়্যার। ১৪ মিনিটে ডর্টমুন্ড এগিয়ে দেওয়ার আরেকটি সুযোগ পেয়েছিলেন পাকো আলকাসের। পাল্টা আক্রমণে সানচোর পাসে বল পাওয়া আলকাসেরের শট পোস্ট ঘেঁসে চলে যায়। ২০ মিনিটে রাফায়েল গুরেরিওকেও হতাশ করেন নয়্যার। ২৩ মিনিটে প্রথম সুযোগ আসে বায়ার্নের সামনে। কিংসলে কোমানের শট ঠেকিয়ে দেন ডর্টমুন্ড কিপার। বিরতির বাঁশি বাজার আগে রবার্ট লেভানডফস্কি ও লিওন গোরেটজকাকেও হতাশ করেন মারউইন হিটজ। 

    দ্বিতীয়ার্ধের শুরুতেই ডেডলক ভাঙ্গেন আলকাসের। ৪৮ মিনিটে সানচোর বাড়ানো বলে বক্সের বাইরে থেকে নেওয়ার তাঁর ডান পায়ের শট আটকাতে পারেননি নয়্যার। ১০ মিনিট পর সমতায় ফিরতে পারতো বায়ার্ন, কোমানের শট দুইবার বাঁচিয়ে দিয়েছেন হিটজ। 

    ৬৯ মিনিটে গোল করে ডর্টমুন্ডকে আনন্দে ভাসান সানচো। পাল্টা আক্রমণ থেকে বল পেয়েছিলেন গুরেরিও। তাঁর পাসে পাওয়া বলে গোল করতে ভুল করেননি সানচো। এরপর অনেক চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেননি বায়ার্ন। ২০১৪ সালের পর আবার জার্মান কাপের শিরোপা জিতল ডর্টমুন্ড। এটি তাদের ষষ্ঠ কাপ শিরোপা।