ভেবে-চিন্তে উদযাপন ঠিক করেননি রোনালদো
ক্রিশ্চিয়ানো রোনালদো গোল করবেন, এরপর দৌড়ে কিছুদূর যাবেন। বাতাসে শরীর ভাসিয়ে দিয়ে, দুই হাত উঁচিয়ে এরপর মাটিতে নামতে নামতে হাত দুটোও নামিয়ে আনবেন শরীরের পাশে। ফুটবলে এই দৃশ্য নিয়মিত হয়ে গেছে অনেকদিন হলো। ফুটবল লোকগাথার অংশও হয়ে গেছে রোনালদোর এই উদযাপন।
কিন্তু এমন উদযাপন কেন? আগে থেকেই ভেবে চিন্তে কিছু ঠিক করে রেখেছিলেন? ফুটবলাররা প্রায়ই উদযাপন আগে থেকেই পরিকল্পনা করে রেখে মাঠে নামেন। রোনালদো জানাচ্ছেন তার উদযাপনের এই স্টাইলটা এসেছিল হুট করেই। এরপর সেটাই চালিয়ে যাচ্ছেন এতদিন ধরে।
ইউটিউবে সকার ডট কমকে দেওয়া সাক্ষাতকারে রোনালদো প্রথমবারের মতো জানিয়েছেন তার উদযাপনের রহস্য, "আমরা চেলসির সঙ্গে প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলছিলাম। আমি আসলেই জানিনা এটা কীভাবে আমার মাথায় আসলো। আমি গোল করলাম, আর কেন যেন ওভাবে উদযাপন করলাম। সত্যি বলতে ওই মুহুর্তে ওটা নিজ থেকেই এসেছিল। এরপর কিছুদিন পর বুঝলাম সমর্থকেরাও এটাতে বেশ মজা পাচ্ছে, তাই আরও বেশ কয়েকবার অমন উদযাপন করলাম। দেখলাম সমর্থকেরাও উদযাপন পছন্দ করছে।"
আপনি যদি রোনালদো সমর্থক হয়ে থাকেন, জীবনে একবার হলেও হয়ত চেষ্টা করেছেন অমন উদযাপন!