আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ম্যাচ খেলবে তাজিকিস্তানে
বিশ্বকাপ ২০২২ ও এশিয়া কাপ ২০২৩ এর বাছাইপর্বের আফগানিস্তানের গ্রুপে পড়ার পর থেকেই বাংলাদেশের অ্যাওয়ে ম্যাচ ভেন্যু নিয়ে সংশয় ছিল। সেপ্টেম্বরের ১০ তারিখ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ বাছাই মিশন। সেই ম্যাচটি হবে তাজিকিস্তানের মাঠে।
নিরাপত্তার কারণে বহুদিন ধরেই ঘরের মাঠে খেলতে পারছে না আফগানিস্তান। গতবার বিশ্বকাপ বাছাইয়ে তারা হোম ম্যাচ খেলেছিল ইরানে। এবার অবশ্য কাতারের রাজধানী দোহায় হোম ভেন্যু ঠিক করতে চেয়েছিল তাঁরা। তবে আফগানিস্তানের প্রস্তাবে রাজি হয়নি কাতার।
তাই আফগানিস্তানের বিপক্ষে তাজিকিস্তানের মাঠেই খেলতে হবে বাংলাদেশকে। আফগানদের বিপক্ষে মোট চারবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। লাল সবুজের দলের সেরা ফল ড্র, বাকি তিনবারই হেরেছে তাঁরা। ২৫ আগস্ট থেকে ঢাকায় শুরু হবে বাংলাদেশের অনুশীলন। এরপর সেপ্টেম্বরের প্রথমদিকে কাতারে একটি ট্রেনিং ক্যাম্প হওয়ার কথা রয়েছে জেমি ডের দলের।