• বিশ্বকাপ বাছাই
  • " />

     

    বিশ্বকাপ বাছাইয়ে প্রথম ম্যাচের জন্য বাংলাদেশ দল ঘোষণা

    বিশ্বকাপ বাছাইয়ে প্রথম ম্যাচের জন্য বাংলাদেশ দল ঘোষণা    

    বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাইপর্বের প্রথম ম্যাচের জন্য ২৫ সদস্যের দল ঘোষনা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ১০ সেপ্টেম্বর তাজিকিস্তানের দুশানবেতে আফগানিস্তানের বিপক্ষে গ্রুপের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।

    ২৫ সদস্যের দলে ফিরেছেন আবাহনী গোলরক্ষক শহীদুল আলম সোহেল। বাকি দুইজন প্রিমিয়ার লিগের সেরা গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা ও বসুন্ধরা কিংসের আনিসুল হক আছেন অনুমিত ভাবেই। সোহেলের জায়গায় বাদ পড়েছেন আরামবাগের মাজহারুল ইসলাম।  

    লাওসের বিপক্ষে শেষ ম্যাচে দলে থাকা তৌহিদুল আলম সবুজ, ইমন মাহমুদ ও নাসির চৌধুরী বাদ পড়েছেন এবার। ২৫ সদস্যের এই দল থেকে বাদ পড়বেন আরও দুইজন। ২৩ জনের দল নিয়ে তাজিকিস্তান রওয়ানা হবে জেমি ডের দল। এর আগে অবশ্য কিছু প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের।

    নিরাপত্তার কারণে আফগানিস্তান এবার হোম ম্যাচ খেলবে তাজিকিস্তানে। আফগানদের বিপক্ষে মোট চারবার মুখোমুখি হয়েছে  বাংলাদেশ। লাল সবুজের দলের সেরা ফল ড্র, বাকি তিনবারই হেরেছে তাঁরা। ২৫ আগস্ট থেকে ঢাকায় শুরু হবে বাংলাদেশের অনুশীলন। এরপর সেপ্টেম্বরের প্রথমদিকে কাতারে একটি ট্রেনিং ক্যাম্প হওয়ার কথা রয়েছে জেমি ডের দলের।

    গোলরক্ষক
    আশরাফুল ইসলাম রানা (শেখ রাসেল), শহীদুল আলম সোহেল (আবাহনী) ও আনিসুর রহমান (বসুন্ধরা কিংস)
    ডিফেন্ডার
    টুটুল হোসেন বাদশা (আবাহনী), সুশান্ত ত্রিপুরা (বসুন্ধরা কিংস), বিশ্বনাথ ঘোষ (শেখ রাসেল), ইয়াসিন খান (শেখ জামাল), রহমত মিয়া (সাইফ স্পোর্টিং), মনজুর রহমান মানিক (শেখ জামাল), রিয়াদুল হাসান (সাইফ স্পোর্টিং) , নুরুল নাঈম ফয়সাল (বসুন্ধরা কিংস)  ইয়াসিন আরাফাত
    মিডফিল্ড
    সোহেল রানা (আবাহনী), জামাল ভূঁইয়া (সাইফ স্পোর্টিং), রবিউল হাসান (আরামবাগ কেসি) , মাসুক মিয়া জনি  (বসুন্ধরা কিংস), মামুনুল ইসলাম (আবাহনী), মোহাম্মদ ইব্রাহিম (বসুন্ধরা কিংস), আরিফুর রহমান (আরামবাগ), বিপলু আহমেদ (শেখ রাসেল)
    ফরোয়ার্ড
    নাবিব নেওয়াজ জীবন (আবাহনী), মাহবুবুর রহমান সুফিল (বসুন্ধরা কিংস), মতিন মিয়া (বসুন্ধরা কিংস), সাদউদ্দীন (আবাহনী) ও জুয়েল রানা (আবাহনী)