• বিশ্বকাপ বাছাই
  • " />

     

    আফগানিস্তানের বিপক্ষে প্রাথমিক দলে ডাক পেলেন হিমেল

    আফগানিস্তানের বিপক্ষে প্রাথমিক দলে ডাক পেলেন হিমেল    

    ২৫ জনের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছিল আগেই। তার সঙ্গে নতুন করে যুক্ত হলেন একজন। গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেলকে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাইপর্বের প্রথম ম্যাচের জন্য দলে ডেকেছেন কোচ জেমি ডে।

    শেখ জামাল গোলরক্ষক দলের সঙ্গে অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন ২৩ আগস্ট থেকে। দুইদিন এগিয়ে আনা হয়েছে বাংলাদেশ দলের অনুশীলন। প্রাথমিক দল থেকে বাদ পড়বেন তিনজন। শেষ পর্যন্ত ২৩ জনের দল নিয়ে যাত্রা করবে বাংলাদেশ। হিমেলসহ প্রাথমিক দলে গোলরক্ষকের সংখ্যা দাঁড়াল চারজন। 

    ১০ সেপ্টেম্বর তাজিকিস্তানের দুশানবেতে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ। এর আগে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে জেমি ডের দলের।

    গোলরক্ষক
    আশরাফুল ইসলাম রানা (শেখ রাসেল), শহীদুল আলম সোহেল (আবাহনী), আনিসুর রহমান (বসুন্ধরা কিংস), মাজহারুল ইসলাম (শেখ জামাল)
    ডিফেন্ডার
    টুটুল হোসেন বাদশা (আবাহনী), সুশান্ত ত্রিপুরা (বসুন্ধরা কিংস), বিশ্বনাথ ঘোষ (শেখ রাসেল), ইয়াসিন খান (শেখ জামাল), রহমত মিয়া (সাইফ স্পোর্টিং), মনজুর রহমান মানিক (শেখ জামাল), রিয়াদুল হাসান (সাইফ স্পোর্টিং) , নুরুল নাঈম ফয়সাল (বসুন্ধরা কিংস)  ইয়াসিন আরাফাত
    মিডফিল্ড
    সোহেল রানা (আবাহনী), জামাল ভূঁইয়া (সাইফ স্পোর্টিং), রবিউল হাসান (আরামবাগ কেসি) , মাসুক মিয়া জনি  (বসুন্ধরা কিংস), মামুনুল ইসলাম (আবাহনী), মোহাম্মদ ইব্রাহিম (বসুন্ধরা কিংস), আরিফুর রহমান (আরামবাগ), বিপলু আহমেদ (শেখ রাসেল)
    ফরোয়ার্ড
    নাবিব নেওয়াজ জীবন (আবাহনী), মাহবুবুর রহমান সুফিল (বসুন্ধরা কিংস), মতিন মিয়া (বসুন্ধরা কিংস), সাদউদ্দীন (আবাহনী) ও জুয়েল রানা (আবাহনী)