ইউনাইটেডের সুখের দিন শেষ!
প্রিমিয়ার লিগে ২০ বারের চ্যাম্পিয়ন, তিনবারের চ্যাম্পিয়নস লিগ, ১১ বার এফএ কাপ জয়- ইংল্যান্ডের সবচেয়ে সফল ক্লাব হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডের নাম শুরুর দিকেই থাকবে। গত দুই মৌসুমে অবশ্য কোনো শিরোপা জিততে পারেনি ইউনাইটেড। এখন খোদ কোচ লুই ফন গাল এখন বলছেন, ইউনাইটেডকে অতীত ভুলে সামনের দিকে তাকাতে হবে!
দায়িত্ব নেওয়ার পর থেকে প্রায় ৩০০ মিলিয়ন ইউরোর বেশি খরচ করে ফেলেছেন ফন গাল। কিন্তু এখন পর্যন্ত কোনো শিরোপা এনে দিতে পারেননি। এবারের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকেও বিদায় নিতে হয়েছে। ফন গাল বলছেন, ইউনাইটেড সমর্থকদের পা মাটিতে রাখতে হবে, “খেলায় হারজিত আছেই, এই ব্যাপারটা আপনাকে মেনে নিতে হবে। ম্যানেজার হিসেবে আপনাকে পরিশ্রম করতেই হবে, আমি সেটা করছিও। আমার খেলোয়াড়েরাও তাই। আমার মনে হয় আমাদের কাছে এখন প্রত্যাশাটা বেশিই হয়ে গেছে।”
প্রতিদ্বন্দ্বিতাটাও এখন আগের চেয়ে বাড়ছে বলে দাবি করেছেন ফন গাল, “সবাই বলছে ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবকে সবসময় জিততেই হবে। এটা অতীত। আপনাকে এখনকার অবস্থাটা বুঝতে হবে। এখন অনেক ক্লাবেরই প্রচুর টাকা আছে, সেই সঙ্গে কিছু একটা জেতার কাঠামোও আছে। পরের বছর প্রিমিয়ার লিগের সব ক্লাবের বাজেট ইউরোপের অন্যান্য ক্লাবের চেয়ে বেশি থাকবে। এটাই ব্যবধান গড়ে দিতে পারে। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়তো প্রচুর টাকা আছে, কিন্তু অন্যরাও আমাদের কাছ থেকে আরও বেশি আশা করছে।”
ক্লাবগুলোর মধ্যে পার্থক্য এখন কমে এসেছে বলেও দাবী ফন গালের, “এখন ক্লাবগুলোর মধ্যে ব্যবধান খুবই কম। যে কোনো দল যেকাউকে হারিয়ে দিতে পারে। চ্যাম্পিয়নস লিগেও এখন প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর পেরে ওঠা কঠিন। আপনি হয়তো আশা করে বসে আছেন, ইউনাইটেড নকআউট পর্বে উঠবেই। কিন্তু বাস্তবতা অন্যরকম।''