• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    গার্দিওলা তুমি কার?

    গার্দিওলা তুমি কার?    

    অতি উচ্ছ্বাসেই কিনা, সিটির আঙিনায় ‘খবর’টা আদতে চাপা থাকছে না। ম্যানচেস্টার ছাড়িয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের বাতাসেও জোর গুঞ্জন, পেপ গার্দিওলাকে ইতিহাদের ডাগ আউটে বসাতে ‘প্রয়োজনীয় এবং সম্ভব’ সব চেষ্টাই করে ফেলেছে সিটিজেনরা। তবে একই শহরের ‘বড় ভাই’ ইউনাইটেডের ‘নজর’টাও নাকি অনেক দিন ধরেই বায়ার্ন বসের দিকে! রেড ডেভিলদের আশা শেষ পর্যন্ত কাতালান কোচ ওল্ড ট্রাফোর্ডেই ঠাঁই নেবেন। ইউনাইটেডদের ঘনিষ্ঠ সূত্র বলছে, গার্দিওলার সাথে এতদিন গোপনে চলা যোগাযোগটা আরও ‘পাকা’ হয়েছে তাঁদের। দুই নগর প্রতিদ্বন্দ্বীর এমন আত্মবিশ্বাস এই স্প্যানিশম্যানের ভবিষ্যৎ ঠিকানা নিয়ে কৌতূহলটা বেশ জমিয়েই দিয়েছে বৈকি।

     

     

    এই ক’দিন আগেই ওল্ড ট্রাফোর্ডের খবর ছিল বর্তমান ম্যানেজার লুই ফন গালকে সরিয়ে দেবার কোন চিন্তা ইউনাইটেড কর্তৃপক্ষের নেই। অথচ সপ্তাহান্তেই শোনা যাচ্ছে ভিন্ন কথা, চ্যাম্পিয়নস লিগের বড় ম্যাচ সামনে রেখে ফন গালকে চাপে না ফেলতেই নাকি অমন আশ্বাসবাণী দেয়া হয়েছিল!

     

    ভলফসবুর্গের বিপক্ষে সেই ম্যাচ ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে রেড ডেভিলরা। এরপর প্রিমিয়ার লিগের ম্যাচে 'পুঁচকে' বর্নমাউথের কাছেও ২-১ ব্যবধানে পরাজয় নিয়েই মাঠ ছাড়ে লুই ফন গালের দল। এমন প্রেক্ষিতে ওল্ড ট্রাফোর্ডে ডাচম্যানের রাজত্বের অবসান সময়ের ব্যাপার বলে মনে করছেন অনেকে।

     

    শেষ পর্যন্ত তেমনটাই সত্যি হলে কে হবেন ফন গালের উত্তরসূরি? ক্লাব কর্তৃপক্ষের আগ্রহের তালিকায় নাকি প্রথম দিকেই আছে গার্দিওলার নাম। বুন্দেসলিগার ক্লাব বায়ার্ন মিউনিখের বর্তমান বসের সাথে ইউনাইটেড কর্তৃপক্ষের যোগাযোগটা খুব সম্প্রতি ‘আরও জোরদার’ হয়েছে, এমনটাই শোনা যাচ্ছে। তবে একই ম্যানেজারকে দলে ভেড়াতে ম্যানচেস্টার সিটির তোড়জোড় একটা প্রশ্নই সামনে ঠেলে দিচ্ছে- রেড ডেভিলরা কি এ পথে হাঁটতে একটু বেশীই দেরী করে ফেলেছে?

     

    গার্দিওলার তরফে এখনও পর্যন্ত এসব ব্যাপারে কোন ইঙ্গিতই দেয়া হয় নি। এমনকি তিনি আদৌ মিউনিখ ছাড়বেন কিনা সেটাও স্পষ্ট নয়। কিন্তু ম্যানচেস্টার সিটির ঘরের খবর বলছে, তিন বছরের জন্য তাঁকে চুক্তিবদ্ধ করার পথে অনেকটাই এগিয়ে গেছে তাঁরা। বুন্দেসলিগার চলতি মৌসুম শেষ হলেই চূড়ান্ত ঘোষণা আসবে, এমনটাই দাবী সিটি সংশ্লিষ্টদের।

     

    ওদিকে ইউনাইটেডের ঘনিষ্ঠ সূত্রের খবর, ৪৪ বছর বয়সী কাতালান কোচকে ওল্ড ট্রাফোর্ডে নিয়ে আসতে রেড ডেভিলদের কিংবদন্তী ম্যানেজার স্যার আলেক্স ফার্গুসনেরও দ্বারস্থ হয়েছেন কর্তারা। ‘শ্রদ্ধাভাজন বন্ধু’র কথা গার্দিওলা ফেলবেন না- এমনটাই বিশ্বাস তাঁদের।

     

     

    মৌসুমের মাঝপথে ফন গালকে ছাঁটাই করার কোন চিন্তাভাবনা ইউনাইটেডের নেই বলেই জানা গেছে। তবে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় মৌসুম শেষের রদবদলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই ধারণা করা হচ্ছে। আর তাতে ফন গালের কপাল পোড়ার সম্ভাবনা যে সমূহ তা আর বলার অপেক্ষা রাখে না।