• বিশ্বকাপ বাছাই
  • " />

     

    আফগানিস্তানের বিপক্ষে ২৩ জনের দলে নেই হিমেল-মানিক

    আফগানিস্তানের বিপক্ষে ২৩ জনের দলে নেই হিমেল-মানিক    

    ২৬ জনের প্রাথমিক দল আগেই ঘোষণা করেছিলেন। তিনজনকে বাদ পড়তেন সেখান থেকে। একজন গোলরক্ষক ও দুইজন ডিফেন্ডার বাদ পড়ছেন সেখান থেকে। মাজহারুল ইসলাম হিমেল, মনজুর রহমান মানিক ও নুরুল নাইম ফয়সালকে বাদ দিয়ে ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে।

    বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাইয়ের দ্বিতীয়পর্বে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে ২৩ জনের এই স্কোয়াড নিয়েই রওয়ানা হবে বাংলাদেশ। ম্যাচটি হবে আফগানিস্তানের হোম ভেন্যু তাজিকিস্তানে। ১০ সেপ্টেম্বর দুশানবেতে গ্রুপ 'ই' এর প্রথম ম্যাচে বাংলাদেশ খেলবে আফগানিস্তানের বিপক্ষে।

    ২৩ জনের স্কোয়াডে জায়গা হয়েছে তরুণ ডিফেন্ডার ইয়াসিন আরাফাতেরও। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি। সবচেয়ে বেশি খেলোয়াড় সুযোগ পেয়েছেন ঢাকা আবহনী থেকে, মোট সাতজন খেলোয়াড় রয়েছেন বাংলাদেশ স্কোয়াডে। এএফসি কাপ খেলে দেশে ফিরেই দলের সঙ্গে যোগ দিচ্ছেন তারা। 

    ১ সেপ্টম্বর, রবিবার তাজিকিস্তানের উদ্দ্যেশ্যে রওয়ানা হবে বাংলাদেশ। তাজিকিস্তানে পৌঁছে কুক্তোশ এফসি ও সিএসকেএ পামির বিপক্ষে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে জেমি ডের দল।


    গোলরক্ষক
    আশরাফুল ইসলাম রানা (শেখ রাসেল), শহীদুল আলম সোহেল (আবাহনী), আনিসুর রহমান (বসুন্ধরা কিংস),
    ডিফেন্ডার
    টুটুল হোসেন বাদশা (আবাহনী), সুশান্ত ত্রিপুরা (বসুন্ধরা কিংস), বিশ্বনাথ ঘোষ (শেখ রাসেল), ইয়াসিন খান (শেখ জামাল), রহমত মিয়া (সাইফ স্পোর্টিং), রিয়াদুল হাসান (সাইফ স্পোর্টিং) ,   ইয়াসিন আরাফাত (সাইফ স্পোরটিং)
    মিডফিল্ড
    সোহেল রানা (আবাহনী), জামাল ভূঁইয়া (সাইফ স্পোর্টিং), রবিউল হাসান (আরামবাগ কেসি) , মাসুক মিয়া জনি  (বসুন্ধরা কিংস), মামুনুল ইসলাম (আবাহনী), মোহাম্মদ ইব্রাহিম (বসুন্ধরা কিংস), আরিফুর রহমান (আরামবাগ), বিপলু আহমেদ (শেখ রাসেল)
    ফরোয়ার্ড
    নাবিব নেওয়াজ জীবন (আবাহনী), মাহবুবুর রহমান সুফিল (বসুন্ধরা কিংস), মতিন মিয়া (বসুন্ধরা কিংস), সাদউদ্দীন (আবাহনী) ও জুয়েল রানা (আবাহনী)