২০২২ বিশ্বকাপে কোচ হিসেবে থাকবেন ওয়েঙ্গার?
২০১৭-১৮ মৌসুমের পর আর্সেনালকে বিদায় বলেছিলেন আর্সেন ওয়েঙ্গার। দেড় বছর পেরিয়ে গেলেও এখনো নতুন কোনো ক্লাবের দায়িত্ব নেননি তিনি। বিন স্পোর্টসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ওয়েঙ্গার বলছেন, ডাগআউটে ফেরার জন্য তর সইছে না তার। ২০২২ কাতার বিশ্বকাপে কোচ হিসেবে থাকতে পারেন, এমনটাও আভাস দিয়েছেন তিনি।
দীর্ঘ ২২ বছর আর্সেনালের কোচের দায়িত্ব পালন করেছেন ওয়েঙ্গার। শেষের কয়েক মৌসুমে সমর্থকদের রোষানলে পড়েছিলেন, অহরহই দেখতে হয়েছে ‘ওয়েঙ্গার আউট’ পোষ্টার। শেষ পর্যন্ত গত বছর প্রিমিয়ার লিগের মৌসুম শেষ হওয়ার আগেই ঘোষণা দেন, আর আর্সেনালের ডাগআউটে দেখা যাবে না তাকে।
আর্সেনালের দায়িত্ব ছাড়ার পর বেশ কিছু ক্লাব থেকে প্রস্তাব পেলেও সেটা ফিরিয়ে দিয়েছিলেন ওয়েঙ্গার। ওয়েঙ্গার বলছেন, আবার ডাগআউটে ফিরতে ইচ্ছুক তিনি, ‘আমি আর কখনোই ডাগআউটে দাঁড়াবো না, এটা ভাবতেও চাই না। আমি হয়ত সাময়িকভাবে কোনো দায়িত্ব নিতে পারি। ফুটবলের এই উন্মাদনা আরেকবার অনুভব করতে চাই।’
ওয়েঙ্গার অবশ্য বলছেন, আর্সেনালের পর অন্য কোথাও গিয়ে থিতু হওয়া কষ্টকর হয়ে যাবে তার জন্য, ‘আমি কখনোই ভাবিনি আর্সেনালকে ছাড়া বাঁচতে হবে! তাদের সাথে যোগাযোগ না রেখেই এভাবে থাকতে হবে। অনেক সময় এমন অবস্থা থেকে অন্য কোথাও দায়িত্ব নিলে আগের মতো সেই উচ্ছ্বাসটা আর আসে না। তবে আর্সেনাল ছাড়ার পর এই কয়েকটা মাস ভালোভাবেই সেই ব্যাপারটা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। দূর থেকেই তাদের আমি দেখছি।’
২০২২ কাতার বিশ্বকাপে কোচিং করাতে ইচ্ছুক কিনা, এমন প্রশ্নের জবাবে ওয়েঙ্গার সেই সম্ভাবনা একদম উড়িয়ে দেননি, ‘চাকরি ছাড়ার পর এই সময়টায় অনেক কিছু ভেবেছি আমি। আমি সবসময়ই বিশ্বকাপে কোচ হিসেবে থাকতে চেয়েছি। যেখানে বিশ্বের সেরা ফুটবলাররা খেলেন, সেখানে কোচ হিসেবে সবাই থাকতে চায়। বলা যায় না, তিন বছর পর কাতারে আমাকে ডাগআউটে দেখাও যেতে পারে!’