'ক্লপ গর্দভ'!
খেলা শেষে কোচদের হাত মেলানোটা একরকম অলিখিত ভদ্রতাই। ইচ্ছায় কিংবা অনিচ্ছাই- যেভাবেই হোক গত রবিবার ঘরের মাঠে ওয়েস্ট ব্রমের বিপক্ষে ম্যাচ শেষে ভদ্রতাটুকু দেখাতে অপরাগ ছিলেন লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ। আর এতেই জার্মান ম্যানেজারের উপর চটেছেন ওয়েস্ট ব্রমের উইঙ্গার জেমস ম্যাকক্লিন। অ্যানফিল্ডের বর্তমান বসকে ‘গর্দভ’ বলে অভিহিত করেছেন ২৬ বছর বয়সী এই আইরিশ ফুটবলার।
রবিবারের ম্যাচে অতিরিক্ত সময়ে ৯৫তম মিনিটে গোল পরিশোধ করে ২-২ ব্যবধানে সমতা নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয় লিভারপুল। খেলা শেষে অ্যানফিল্ডের দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়লেও প্রতিপক্ষ কোচ টনি পুলিসের সাথে হাত না মিলিয়েই ডাগ আউট ছাড়েন ক্লপ।
সঙ্গত কারণেই ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এর কৈফিয়তও দিতে হয় তাঁকে, “ খেলা শেষে আমি তাঁকে (পুলিস) দেখি নি। এ ব্যাপারে আর কিছু বলতে পারছি না। ফুটবল ছাড়া অন্য কিছু নিয়ে আমি কথা বলি না।...এসব ব্যাপার মনে রাখার মতো এতো মেধা আমার নেই।”
ক্লপের এমন প্রতিক্রিয়ায় আহতই মনে হল ওয়েস্ট ব্রমের উইঙ্গার ম্যাকক্লিনকে, “ডর্টমুন্ডে তিনি যে অসাধারণ কাজ দেখিয়ে এসেছেন সেটার জন্য তাঁকে আমি অনেক শ্রদ্ধা করি। কিন্তু সত্যি বলতে রবিবারের ঐ ম্যাচের পর তাঁর আচরণ আমার কাছে গর্দভের মতো মনে হয়েছে। হারজিত যা-ই হোক, আপনাকে অবশ্যই প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।”