• বিশ্বকাপ বাছাই
  • " />

     

    আশা জাগিয়েও হারল ভারত, কাতারে উড়ে গেল আফগানিস্তান

    আশা জাগিয়েও হারল ভারত, কাতারে উড়ে গেল আফগানিস্তান    

    বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে নিজেদের গ্রুপে একমাত্র বাংলাদেশ বাদে বাকি চারদলই খেলে ফেলেছে তাদের প্রথম ম্যাচ। বৃহস্পিতিবার নিজেদের প্রথম ম্যাচে ভারত আশা জাগিয়েও শেষ পর্যন্ত হেরেছে ওমানের কাছে। আর কাতার ৬-০ গোলে বিধ্বস্ত করেছে আফগানিস্তানকে। 

     

     

    গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশ দলের প্রতিপক্ষ এই আফগানিস্তান। ১০ সেপ্টেম্বর তাজিকিস্তানের দুশানবেতে বাংলাদেশ ম্যাচ খেলবে আফগানদের বিরুদ্ধে। বিশ্বকাপের স্বাগতিক দেশ কাতার বাছাইপর্বে লড়ছে এশিয়া কাপে জায়গা করে নিতে। ফিফা র‍্যাংকিংয়ের হিসাবে গ্রুপের শেষের আগের দল হলেও আফগানিস্তানের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে মোটামুটি সেরা একাদশটাই নামিয়েছিল কাতার। স্ট্রাইকার আলমোয়েজ আলী করেছেন হ্যাটট্রিক। বাকি তিন গোল করেছেন আব্দেল করিম হাসান, আল হাইদোস, বৌলেম খোখি। ম্যাচের ১৩ মিনিটের ভেতরই ৩-০ গোলে পিছিয়ে পড়েছিল আফগানিস্তান। ফিফা র‍্যাংকিংয়ে  আফগানিস্তানের অবস্থান ১৪৯। তাদের চেয়ে বাংলাদেশ পিছিয়ে আছে তেত্রিশ ধাপ।

    গ্রুপের অন্য ম্যাচে ঘরের মাঠে বড় ধরনেরর চমক দেখাতে যাচ্ছিল ভারত। স্ট্রাইকার সুনীল ছেত্রির ২৪ মিনিটের গোলে ওমানের বিপক্ষে এগিয়ে গিয়েছিল তারা। ম্যাচের প্রায়  শেষ পর্যন্তও লিড ধরে রেখেছিল ভারত, কিন্তু শেষ দশ মিনিটে হৃদয় ভেঙেছে তাদের। ৮২ ও ৯০ মিনিটে আলাউয়ি আল মান্ধারের জোড়া গোলে শেষ পর্যন্ত ম্যাচ জিতে ফিরেছে ওমান।  

    বিশ্বকাপ বাছাইয়ে দ্বিতীয় পর্বটা অবশ্য দক্ষিণ এশিয়া অঞ্চলের কোনো দেশেরই ভালো হয়নি।  তবে গ্রুপ এইচের ম্যাচে হারলেও সম্মানের সঙ্গে মাঠ ছেড়েছে শ্রীলঙ্কা। ফিফা র‍্যাংকিংয়ে আপাতত তাদের অবস্থান ২০০ এর বাইরে। প্রাক বাছাইয়ে ম্যাকাও  শ্রীলঙ্কার মাঠে খেলতে অস্বীকৃতি জানানোর পর দ্বিতীয়পর্বে উঠেছিল শ্রীলঙ্কা। ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ ছিল র‍্যাংকিংয়ে ১৫৩ তে থাকা তুর্কমিনিস্তান। তাদের বিপক্ষে শেষ পর্যন্ত শ্রীলঙ্কা হেরেছে ২-০ ব্যবধানে। গ্রুপ এইচে অবশ্য নেপাল উড়ে গেছে কুয়েতের কাছে। ৭-০ গোলের বিরাট ব্যবধানে হেরেছে তারা।