বিশ্রামে যাচ্ছেন না মরিনহো
সব জল্পনার অবসান ঘটিয়ে স্ট্যামফোর্ড ব্রিজের সাথে তাঁর বিচ্ছেদটা হয়েই গেলো। চলতি প্রিমিয়ার লিগে ১৬ ম্যাচ থেকে ১৫ পয়েন্ট, লিগ টেবিলে ১৬ নম্বর অবস্থান, রেলিগেশন থেকে মাত্র ১ পয়েন্ট উপরে...প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নদের অবস্থা যখন এই, তখন ‘পারস্পরিক সমঝোতা’র ভিত্তিতে চেলস্যার ম্যানেজারের পদ থেকে সরে দাঁড়িয়েছেন হোসে মরিনহো। চাকরী হারানোর দু’ দিনের মাথায় ব্যক্তিগত এজেন্টের মাধ্যমে ৫২ বছর বয়সী এই পর্তুগীজ কোচ বলছেন খুব শীঘ্রই তিনি আবার ডাগ আউটে ফিরে আসছেন।
লস অ্যাঞ্জেলেস ভিত্তিক এজেন্ট সংস্থা সিএএ’র মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানাচ্ছেন মরিনহো, “চেলসিতে তাঁর আটটি শিরোপা নিয়ে তিনি ভীষণ গর্বিত। তিনি সমর্থকদের ধন্যবাদ জানাচ্ছেন দু’ দফায় ক্লাবে তাঁর দায়িত্ব পালনকালে তাঁদের তরফে পাওয়া সব ধরণের সমর্থনের জন্য।”
এ পর্যন্ত চেলসির জেতা পাঁচটি প্রিমিয়ার লিগ শিরোপার তিনটিই এসেছে মরিনহোর সময়ে। একটি করে এফএ কাপ ও কমিউনিটি শিল্ড ট্রফি আর তিনটি লিগ কাপও স্ট্যামফোর্ড ব্রিজের ট্রফি কেসে জমা হয়েছে এই পর্তুগীজের হাত ধরেই।
মরিনহোর প্রত্যাশা তাঁর ভবিষ্যৎ ক্যারিয়ারে আরও ভালো কিছুই অপেক্ষা করছে, “কোন ক্লাব ছেড়ে যাবার সিদ্ধান্তটা সাধারণত তিনি নিজে থেকেই বেঁছে নেন। কেবলমাত্র চেলসির ক্ষেত্রেই ব্যতিক্রম হল, তাঁরাই তাঁকে সরিয়ে দেবার সিদ্ধান্ত নিল। তাঁর জন্য এমন প্রতিটা সময়ই একটা চক্রের শেষ আর নতুন একটার শুরু নির্দেশক। হোসে আশা করছেন ২০০৭ সালে চেলসি ত্যাগের পর তিনি যেমন সফলতা ধরে রেখেছিলেন, এবারও সেটার পুনরাবৃত্তিই হবে।”
মরিনহোর কোন বিশ্রামের প্রয়োজন নেই বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়, “তিনি কোন ধরণের বিশ্রামে যাচ্ছেন না। তিনি ক্লান্ত নন, বিশ্রাম তাঁর প্রয়োজন নেই। তিনি খুবই ইতিবাচক একজন মানুষ এবং সামনের দিকেই হাঁটতে পছন্দ করেন। ফুটবলের প্রতি তাঁর অদম্য ভালোবাসার জন্য তাঁকে আপনারা নিয়মিতই কোন না কোন ফুটবল মাঠে বন্ধুদের সাথে সময় কাটাতে দেখবেন। তবে তাঁর ভবিষ্যৎ সম্পর্কে অপ্রয়োজনীয় জল্পনা এড়াতে তিনি কোন বড় ম্যাচ মাঠে বসে দেখবেন না।”
সবশেষে তাঁর ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ না করতে তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন, “জোসে লন্ডনেই থাকছেন এবং আশা করছেন এই সময়টা তিনি নিজের মতো করেই কাটাতে পারবেন। তাঁর বর্তমান অবস্থা ও সম্ভাব্য ভবিষ্যৎ নিয়ে তিনি কিছু বলতে ইচ্ছুক নন। তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানাচ্ছেন তাঁর এই ব্যক্তিগত সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকতে।”