• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    গার্দিওলাকে স্বাগত জানাচ্ছেন পেলেগ্রিনি!

    গার্দিওলাকে স্বাগত জানাচ্ছেন পেলেগ্রিনি!    

    ব্যাপারটা একটু চমকপ্রদই। একটি দলের বর্তমান কোচ তাঁর উত্তরসূরি হিসেবে ‘কামনা’ করছেন বিশেষ কাউকে! এমন অদ্ভুত আকাঙ্ক্ষাই করছেন ম্যানচেস্টার সিটির ম্যানেজার ম্যানুয়েল পেল্লেগ্রিনি, বলছেন ইতিহাদে পেপ গার্দিওলাকে খুব করেই দেখতে চান তিনি। এদিকে মৌসুম শেষে এই কাতালান কোচকে ছেড়ে দেবার আনুষ্ঠানিক ঘোষণাটা দিয়ে ফেলেছে বায়ার্ন মিউনিখ।

     

     

    গার্দিওলাকে পেতে সিটি ছাড়া ম্যানচেষ্টার ইউনাইটেড আর চেলসিও তোড়জোড় শুরু করেছে বলে জোর গুঞ্জন শোনা যাচ্ছে। পেল্লেগ্রিনি মনে করছেন এই কোচকে ইতিহাদে পাওয়াটা হবে ক্লাবের উন্নতির স্মারক, “পেপ গার্দিওলা তো ইংল্যান্ডে কাজ করবেনই। আমি জানি না আসছে মৌসুমে তিনি সিটিতে থাকবেন নাকি অন্য কোথাও। তবে আশা করছি একদিন না একদিন তিনি এখানে কাজ করার সুযোগ পাবেন।”

     

    কেন এমনটা চাইছেন সে ব্যাখ্যাও দিচ্ছেন পেলেগ্রিনি, “এই ক্লাবকে ভালোবাসি বলেই তাঁকে চাইছি। আমি নিশ্চিত এই ক্লাবের জন্য তিনি অনেক বেশী গুরুত্ব বহন করবেন।”

     

    সিটির মালিক শেখ মানসুর দীর্ঘদিন ধরেই গার্দিওলাকে চেয়ে আসছেন। বার্সেলোনায় পেপের সোনালি সময়ে তাঁর দুই সহকর্মী ফেরান সরিয়ানো আর জিকি বেগিরিস্টেইনকে ইতোমধ্যে নিয়োগ দিয়ে ফেলেছেন ইতিহাদে গার্দিওলার জন্য ‘উপযুক্ত’ পরিবেশ তৈরি করে রাখতে। সিটির সাথে পেলেগ্রিনির চুক্তি এখনও ১৮ মাসের মতো বাকি আছে। কিন্তু ৬৩ বছর বয়সী এই চিলিয়ান স্বীকার করছেন যে কর্তৃপক্ষ বিকল্প চিন্তা করলে এই সময়সীমার কোন গুরুত্ব থাকবে না। ২০১৩ সালে দায়িত্ব নেবার বছরেই সিটিজেনদের প্রিমিয়ার লিগ ও লিগ কাপ জেতান পেল্লেগ্রিনি। গত মৌসুমেও দ্বিতীয় অবস্থানে থেকে প্রিমিয়ার লিগ শেষ করা দলটি চলতি মৌসুমেও এখন পর্যন্ত পয়েন্ট টেবিলে আছে তিন নম্বরে।