ফন গালের বদলে মরিনহো?
কোচদের রদবদল বেশ ভালোই জট পাকিয়ে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগে। একাধিক বড় দলের মন্দা মৌসুমে কখন কোন কোচের মাথা কাটা পড়ছে আর নতুন করে কে কোন দলে ভিড়ছেন- মাঠের খেলার চেয়ে এসব খবর খুঁজে বের করতেই যেন বেশী আগ্রহী ব্রিটিশ তথা আন্তর্জাতিক ক্রীড়া গণমাধ্যম। টানা ব্যর্থতায় সদ্যই চাকরিটা খুইয়েছেন চেলসির সবচেয়ে সফল কোচ হোসে মরিনহো। ওদিকে উপর্যুপরি পরাজয়ে বিপর্যস্ত আরেক ‘জায়ান্ট’ ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগ আউটেও বাজছে লুই ফন গালের বিদায়ের সুর। এমন প্রেক্ষিতে ওল্ড ট্র্যাফোর্ডে ফন গালের উত্তরসূরি হয়ে যেতে পারেন মরিনহো। ইউনাইটেডের প্রতিনিধিরা ইতোমধ্যেই ‘স্পেশাল ওয়ান’-এর এজেন্টের সাথে যোগাযোগ শুরু করেছেন বলে নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে ইএসপিএন।
টানা তৃতীয় ম্যাচে গত শনিবার নরউইচ সিটির কাছেও ২-১ ব্যবধানে হেরেছে রেড ডেভিলরা। এ পরিস্থিতিতে ইউনাইটেড পাড়ায় কোচ বদলের সাম্প্রতিক গুঞ্জনটাই আরও জোরালো হচ্ছে বলে জানা গেছে। চেলসি থেকে মরিনহোকে সরিয়ে দেবার ঘোষণা আসার চব্বিশ ঘন্টার মধ্যেই ইউনাইটেডের প্রতিনিধিদের তরফে এই পর্তুগীজ কোচের সাথে যোগাযোগ শুরু হয় এবং সেটি সপ্তাহজুড়েই অব্যাহত ছিল।
সূত্রসমূহ বলছে রেড ডেভিলদের দায়িত্ব নিতে মুখিয়েই আছেন মরিনহো। ওদিকে ওল্ড ট্রাফোর্ডেও তাঁকে পেতে আগ্রহীদের সংখ্যাটা বাড়ছে। যদিও ২০১৩ সালে ইউনাইটেডের পরিচালক স্যার ববি চার্লটন স্যার অ্যালেক্স ফার্গুসনের উত্তরসূরি হিসেবে মরিনহোর ব্যাপারে জোর আপত্তি জানিয়েছিলেন তাঁর ‘আচরণগত সমস্যা’র কারণে। এখনও ইউনাইটেডে মরিনহোর ‘ব্যবহার’ নিয়ে চিন্তিত লোক রয়েছেন, তবে তাঁদের সংখ্যা ক্রমেই কমছে- এমনটাই বলছে ক্লাব সংশ্লিষ্ট সূত্রগুলো।
এদিকে চলতি মৌসুম শেষে বায়ার্ন মিউনিখ ছাড়তে যাওয়া পেপ গার্দিওলার প্রতিও ইউনাইটেডদের আগ্রহের খবরটা পুরনোই হয়ে গেছে। তদুপরি এই কাতালান কোচ ম্যানচেস্টার সিটিতে ভেড়ার সম্ভাবনা বেশী- এমন বিশ্বাসই জোরালো হচ্ছে ওল্ড ট্রাফোর্ডে।
চলতি সপ্তাহের মধ্যেই ফন গালকে সরিয়ে মরিনহোকে ইউনাইটেডের ডাগ আউটে বসিয়ে দেয়া হলে ঘটতে পারে আরও একটি চমকপ্রদ ঘটনা। আগামী ২৮ ডিসেম্বর চেলসির বিপক্ষে ম্যাচ দিয়েই সেক্ষেত্রে নতুন করে পথচলা শুরু হতে পারে মরিনহোর! ফন গাল আরও অন্তত দুটো ম্যাচ ঘুরে দাঁড়ানোর জন্য সুযোগ পাবেন- এমন ধারণা প্রবল হলেও ক্লাবের ভিতর ক্রমেই বাড়তে থাকা অসন্তোষের জেরে তেমন কিছুর নিশ্চয়তা যে দেয়া যাচ্ছে না তা বলাই বাহুল্য।