'আমার ওজন কিছুটা বেড়ে গেছে, নিজেকে ভারী লাগছে'
ইনজুরির কারণে মৌসুমের শুরু থেকেই বার্সেলোনার জার্সি গায়ে দেখা যায়নি লিওনেল মেসিকে। সুস্থ হয়ে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে মাঠে ফিরেছিলেন বার্সা অধিনায়ক। গতকাল ফিফার গালা নাইটে রেকর্ড ষষ্ঠবারের মতো বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন তিনি। এই পুরস্কার জেতার পর নিজের ফিটনেস নিয়ে কথা বলেছেন মেসি। মেসি জানিয়েছেন, প্রায় দুই মাস পর মাঠে ফিরে এখনো নিজের ছন্দটা খুঁজে পাননি তিনি।
গত সপ্তাহে বরুশিয়া ডর্টমুন্ড ও গ্রানাডার বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন মেসি। তবে দুই ম্যাচেই দেখা যায়নি চিরচেনা সেই মেসিকে। ডর্টমুন্ডের সাথে গোলশূন্য ড্র করেছে বার্সা, গ্রানাডার সাথে তো হেরেই গেছে।
বর্ষসেরার খেতাব জেতার পর মেসি জানিয়েছেন, এখনো পুরনো ছন্দে ফিরতে পারেননি তিনি, ‘ সবাই আমার ইনজুরি নিয়ে জিজ্ঞাসা করছে। আমি দুই মাসের মতো মাঠের বাইরে ছিলাম। এই ব্যাপারটা আসলে ফেরার পর খেয়াল করেছি। আমার ওজন কিছুটা বেড়ে গেছে, নিজেকে ভারী লাগছে, ছন্দ খুঁজে পাচ্ছি না।’
২৫ বছরের মাঝে মৌসুমের সবচেয়ে বাজে শুরু করেছে বার্সা। দলকে আবারও জয়ের ধারায় ফেরাতে বধ্য পরিকর মেসি, ‘আমাদের শুরুটা খারাপ হয়েছে। গোলের সুযোগ তৈরি করতে কষ্ট হচ্ছে। এটা কেবল শুরু। আমাদের এখনই ঘুরে দাঁড়াতে হবে। আর বেশি সময় নষ্ট করার উপায় নেই। অনেক উন্নতি করতে হবে দলের। আমার কোনো সন্দেহ নেই বার্সেলোনা উন্নতি করবে।’
মেসির অনুপস্থিতিতে বার্সার হয়ে মাঠে নেমেছেন ১৬ বছর বয়সী আনসু ফাতি। ফাতি মুগ্ধ করেছেন মেসিকেও, ‘প্রথমদিন তাকে অনুশীলনে দেখেই আমি মুগ্ধ হয়েছি। এরপর সে আমাদের সাথে খেলেছে। সে দারুণ একজন তরুণ ফুটবলার। তার ওপর চাপ দেওয়া যাবে না, ধীরে ধীরে তাকে নিয়ে এগিয়ে যেতে হবে।’