বেতনের এক শতাংশ দান করার ঘোষণা ক্লপের
ফিফার দ্য বেস্ট গালাতে বর্ষসেরা কোচ নির্বাচিত হওয়ার পর পুরস্কার হাতে মঞ্চে ইউর্গেন ক্লপের কথাগুলো শুনেছেন নিশ্চয়ই। লিভারপুলকে ধন্যবাদ দিয়েছেন, শেষে গিয়ে বলেছেন জীবনের কথা। ঘোষণা দিয়েছেন কমন গোল নামে একটি দাতব্য প্রতিষ্ঠানের সঙ্গে এখন থেকে কাজ করবেন তিনি।
ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবলার হুয়ান মাতা শুরু করেছিলেন কমন গোল। এই দাতব্য সংস্থার সঙ্গে কাজ করা ফুটবলার বা কোচরা বেতনের এক শতাংশ মানবতার সেবায় দান করেন। ক্লপও এবার যোগ দিয়েছেন তাদের দলে।
"আমি আনন্দ ও গর্বের সঙ্গে জানাচ্ছি যে আজ থেকে আমি কমন গোলের একজন সদস্য। এখানে যারা উপস্থিত তাদের অনেকেই অবশ্যই জানে এটা কী। না জেনে থাকলে গুগল করে নিন।"
ক্লপের এই ঘোষণার পরপরই কমন গোলের ওয়েবসাইট ক্রাশ করে। যদিও কয়েক ঘন্টা পর আবার পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। প্রিমিয়ার লিগের ম্যানেজারদের ভেতর সবার আগে এই দলে যোগ দিয়েছেন ক্লপ। জর্জিও কিয়েলিনি, ম্যাটস হামেলসরা আগেই থেকেই ছিলেন মাতার এই দাতব্য প্রতিষ্ঠানে।