• লা লিগা
  • " />

     

    'মেসির ইনজুরি গুরুতর নয়'

    'মেসির ইনজুরি গুরুতর নয়'    

    এই মৌসুমে প্রথমবারের মতো একাদশে ছিলেন লিওনেল মেসি। ভিয়ারিয়ালের বিপক্ষে অবশ্য মাত্র ৪৫ মিনিটই খেলতে পেরেছেন বার্সা অধিনায়ক। ইনজুরিতে পড়ায় তাকে বদলি করতে বাধ্য হয়েছেন কোচ এরনেস্তো ভালভার্দে। ম্যাচ শেষে ভালভার্দে জানিয়েছেন, মেসির ইনজুরিটা গুরুতর নয়। ঝুঁকি নিতে চাননি বলেই মেসিকে পুরো ৯০ মিনিট খেলানো হয়নি। 

    ইনজুরি কাটিয়ে ডর্টমুন্ড ও গ্রানাডার বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন মেসি। পুরোপুরি সুস্থ না হলেও কাল ভিয়ারিয়ালের বিপক্ষে শুরু থেকেই ছিলেন তিনি। ৩০ মিনিটের মাথায় প্রতিপক্ষের ফাউলের পর ব্যথা অনুভব করেন মেসি, বার্সার মেডিকেল দল এসে তাকে প্রাথমিক চিকিৎসাও দিয়েছে। ব্যথা নিয়েই বাকি ১৫ মিনিট মাঠে ছিলেন মেসি। দ্বিতীয়ার্ধে মেসির বদলে উসমান ডেম্বেলেকে নামান ভালভার্দে। 

    যে দৃশ্যটা দেখতে চান না কোনো বার্সা সমর্থক

     

    ভালভার্দে ম্যাচ শেষে বার্সা সমর্থকদের আশ্বস্ত করেছেন, মেসির ইনজুরিটা গুরুতর কিছু নয়, ‘মেসির কুঁচকিতে সামান্য টান লেগেছে। এটা গুরুতর কিছু না। ঝুঁকি নিতে চাইনি বলেই তাকে বদলি করা হয়েছে। এই ব্যাপারে ঝুঁকি নেওয়ার কোনো মানেই হয় না।’ 

     

     

    মেসিকে আরও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার মাঝে দিয়ে যেতে হবে। এরপরই জানা যাবে ঠিক কতদিন মাঠের বাইরে থাকতে হবে তাকে। তবে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছেন, আগামী শনিবার গেটাফের বিপক্ষে ম্যাচে মেসির না খেলার সম্ভাবনাই বেশি।