আরব আমিরাতে আর 'হোম ম্যাচ' খেলবে না পাকিস্তান
২০০৯ সালে শ্রীলংকা দলের বাসে সন্ত্রাসী হামলার পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে নির্বাসিত পাকিস্তান। ‘হোম ভেন্যু’ হিসেবে তারা গত দশ বছর ধরে ব্যবহার করছে সংযুক্ত আরব আমিরাতকে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়াসিম খান এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এখন থেকে আরব আমিরাতে নয়, দেশের মাটিতেই হোম ম্যাচ খেলবে পাকিস্তান।
সিনিয়র ক্রিকেটাররা না এলেও কড়া নিরাপত্তার মাঝে পাকিস্তান সফরে এসেছে শ্রীলংকা। ওয়াসিম বলছেন, পাকিস্তান এখন আন্তর্জাতিক ক্রিকেটের জন্য সম্পূর্ণ নিরাপদ, ‘পাকিস্তান এখন নিরাপদ। সব নিরাপত্তা রিপোর্টেই বলা হয়েছে যেকোনো ধরনের হুমকি মোকাবেলার সক্ষমতা আছে আমাদের।’
আরব আমিরাতে আর হোম ম্যাচ খেলতে চান না পাকিস্তান, জানালেন ওয়াসিম, ‘সেখানে ম্যাচ আয়োজন করতে অনেক বেশি খরচ হয়। এখন থেকে আমরা হোম ম্যাচ পাকিস্তানেই আয়োজন করব। আমাদের সব পরিকল্পনা ঠিক পথেই এগোচ্ছে। এই সিরিজের পর আমাদের পরবর্তী লক্ষ্য ডিসেম্বরে শ্রীলংকার বিপক্ষে দুটি টেস্ট আয়োজন করা।’
দ্বিতীয় সারির দল পাঠালেও শ্রীলংকাকে হালকাভাবে নিতে চান না ওয়াসিম, ‘যারা পাকিস্তান সফরে আসছে তারা নিজেদের প্রমাণ করতেই আসছে। তাদের হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। সিরিজটা দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’
আগামী ২৭ সেপ্টেম্বর করাচীতে শুরু হবে পাকিস্তান-শ্রীলংকা ওয়ানডে সিরিজ।