• বাংলাদেশ-আফগানিস্তান-জিম্বাবুয়ে ত্রিদেশীয় সিরিজ
  • " />

     

    টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে পেছালেন বোলার সাকিব, অলরাউন্ডার মাহমুদউল্লাহ

    টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে পেছালেন বোলার সাকিব, অলরাউন্ডার মাহমুদউল্লাহ    

    আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে ২৯ ধাপ এগিয়ে শীর্ষ ১০-এ উঠে এসেছেন আফগানিস্তানের স্পিনার মুজিব-উর-রহমান। ৮ থেকে এক ধাপ নিচে নেমে ৯-এ গেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশ-আফগানিস্তান-জিম্বাবুয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ, আয়ারল্যান্ড-স্কটল্যান্ড-নেদারল্যান্ডস সিরিজ ও ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের পর হালনাগাদ হয়েছে র‍্যাঙ্কিং। 

    এ সিরিজে আফগানিস্তানের হয়ে সেরা রেটিংয়ের রেকর্ড গড়েছেন ব্যাটসম্যান হজরতউল্লাহ জাজাই। পাঁচে থাকা এই ব্যাটসম্যানের রেটিং এখন ৭২৭। অন্যদিকে স্কটল্যান্ড ব্যাটসম্যান জর্জ মুনজি প্রথম স্কটিশ ব্যাটসম্যান হিসেবে পেরিয়েছেন ৬০০ রেটিং পয়েন্ট, নেদারল্যান্ডসের বিপক্ষে ৫৬ বলে ১২৭ রানের ইনিংসের সুবাদে। অবশ্য সিরিজশেষে এ ব্যাটসম্যানের রেটিং আবার নেমে গেছে। 

    ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের পারফরম্যান্স দিয়ে দুই ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিং সাতে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকান পেসার অ্যান্ডাইল ফেহলুকয়ায়ো, তিনি সরিয়ে দিয়েছেন এখানে থাকা সাকিবকে। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ অধিনায়ক ৪ উইকেট নিয়েছেন সমানসংখ্যক ম্যাচ খেলে, ২৯.৭৫ গড়ে। 

     

     

    অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে সাকিব আছেন আগের মতোই দুই নম্বরে, সেখানে শীর্ষে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। মাহমুদউল্লাহ এক ধাপ নেমে গেছেন পাঁচ নম্বরে, দুই ধাপ উন্নতি হওয়া স্কটল্যান্ডের রিচি বেরিংটন উঠে এসেছেন চার নম্বরে। 


    আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিং 

    ব্যাটসম্যান সেরা পাঁচ 

    ১. বাবর আজম, পাকিস্তান (৮৯৬) 
    ২. গ্লেন ম্যাক্সওয়েল, অস্ট্রেলিয়া (৮১৫) 
    ৩. কলিন মানরো, নিউজিল্যান্ড (৭৯৬)
    ৪. অ্যারন ফিঞ্চ, অস্ট্রেলিয়া (৭৮২)
    ৫. হজরতউল্লাহ জাজাই, আফগানিস্তান (৭২৭) 

    বোলার সেরা পাঁচ 

    ১. রশিদ খান, আফগানিস্তান (৭৫৭)
    ২. ইমাদ ওয়াসিম, পাকিস্তান (৭১০)
    ৩. শাদাব খান, পাকিস্তান (৭০৬) 
    ৪. আদিল রশিদ, ইংল্যান্ড (৭০২) 
    ৫. মিচেল স্যান্টনার, নিউজিল্যান্ড (৬৭৩) 

    অলরাউন্ডার সেরা পাঁচ 

    ১. গ্লেন ম্যাক্সওয়েল, অস্ট্রেলিয়া (৩৯০) 
    ২. সাকিব আল হাসান, বাংলাদেশ (৩৫৫) 
    ৩. মোহাম্মদ নবি, আফগানিস্তান (৩৩৯) 
    ৪. রিচি বেরিংটন, স্কটল্যান্ড (২৫৩)
    ৫. মাহমুদউল্লাহ, বাংলাদেশ (২৩৪)