• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    ফিফার বর্ষসেরাতে ভোট চুরির অভিযোগ সুদান কোচের

    ফিফার বর্ষসেরাতে ভোট চুরির অভিযোগ সুদান কোচের    

    রেকর্ড ষষ্ঠবারের মতো ফিফার বর্ষসেরা নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি। তাকে ভোট দিয়েছেন সবচেয়ে বেশি সংখ্যক ফুটবলার ও কোচ। এই তালিকায় নাম ছিল সুদানের কোচ ড্রাভকো লোগারুসিচেরও। তবে ফিফার গালা অনুষ্ঠানের তিনদিন পর বোমা ফাটালেন লোগারুসিচ। সৌদি টিভি চ্যানেল আল আরাবিয়াকে বলছেন, তিনি মেসি ও ভার্জিল ভ্যান ডাইককে ভোট দেননি, তার ভোট বদলে দিয়েছে ফিফা! 

    লোগারুসিচের ভোটের ফর্ম; সালাহ-মানে-এমবাপ্পের পক্ষে দিয়েছিলেন ভোট

     

    ৪৬ ভোট পেয়ে পুরস্কার উঠেছে মেসির হাতে। ২৬ ভোট পেয়ে চতুর্থ হয়েছিলেন লিভারপুলের মোহামেদ সালাহ। তার সতীর্থ সাদিও মানে ২৩ ভোট নিয়ে হয়েছেন পঞ্চম। লোগারুসিচ জানিয়েছেন, তিনি সালাহ, মানে ও কিলিয়ান এমবাপ্পেকেই ভোট দিয়েছিলেন, ‘আমি প্রথম পছন্দ দিয়েছিলাম সালাহকে। এরপর মানেকে দ্বিতীয় ও এমবাপ্পেকে তৃতীয় ভোট দেই। ভোটের ফর্মের ছবিও আমি তুলে রেখেছিলাম। সেখানে সুদান ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে আমারও সাক্ষর ছিল। এরপর কীভাবে সেটা বদলে গেল আমি জানি না!’ 

    চূড়ান্ত তালিকায় বদলে গেছে লোগারুসিচের ভোট

     

    ফিফার প্রকাশিত ভোটের তালিকাতে দেখা গেছে, লোগারুসিচ প্রথম ভোট দিয়েছেন মেসিকে, দ্বিতীয় পছন্দ ছিল ভ্যান ডাইক, তৃতীয় ভোট গেছে মানের পক্ষে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে বেশ সমালোচনাও হচ্ছে।