• ক্রিকেট, অন্যান্য
  • " />

     

    পাকিস্তান জাতীয় দলকে কোচিং করানোর মানসিকতা নেই আফ্রিদির

    পাকিস্তান জাতীয় দলকে কোচিং করানোর মানসিকতা নেই আফ্রিদির    

    বয়স ৪৫ ছুঁইছুঁই হইলেও এখনো দিব্যি ক্রিকেট খেলে যাচ্ছেন শহীদ আফ্রিদি। তারই সতীর্থ মিসবাহ-উল-হক কিছুদিন আগে পাকিস্তান জাতীয় দলের কোচ ও প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন। আরব আমিরাতে টি-১০ লিগের এক অনুষ্ঠানে অংশ নেওয়া আফ্রিদিকে প্রশ্ন করা হয়েছিল, তিনিও মিসবাহর মতো জাতীয় দলের কোচিংয়ে আসবেন কিনা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আফ্রিদি বলেছেন, সরফরাজ আহমেদদের কোচিং করানোর মতো মানসিকতা তার নেই। 

    কোচিং নয়, এখনো নিজের খেলাতেই মনোযোগ দিতে চান গত বছর আন্তর্জাতিক ক্রিকেটককে বিদায় জানানো আফ্রিদি, ‘ পাকিস্তান জাতীয় দলকে কোচিং করানোর মতো মানসিকতা আমার নেই। তাছাড়া আমি এখন খেলাতেই মনোযোগ রাখতে চাই, দলকে নিজের সেরাটা দিতে চাই।’ 

    ভবিষ্যতে কখনো কোচিং করালেও সেটা তরুণদের করাতে চান আফ্রিদি, ‘অনূর্ধ্ব-১৮ ও ১৯ দলের কোচিংয়ে আমি আগ্রহী। ওই বয়সেই আসলে কোচিংটা বেশি দরকার।’ 

    আবুধাবি টি-১০ লিগে কালান্দার্স দলের অধিনায়ক করা হয়েছে আফ্রিদিকে। এখনো আগের মতোই ফিট আছেন দাবি আফ্রিদির, ‘আমি যদি এই ফরম্যাটের জন্য ফিট না থাকতাম তাহলে খেলতে আসতাম না। আমি ফিট আছি, খেলাটাকেও উপভোগ করছি। আমি সবসময় নিজের সেরাটা দেই। কিছু সময় আমি সাফল্য পাই, কখনো বা পাই না।’