• ক্রিকেট, অন্যান্য
  • " />

     

    সহজ জয়ে নিউজিল্যান্ড সিরিজ শুরু করল বাংলাদেশ অ-১৯

    সহজ জয়ে নিউজিল্যান্ড সিরিজ শুরু করল বাংলাদেশ অ-১৯    

    নিউজিল্যান্ড অ-১৯ ১৭৬ অল-আউট, ৪৮ ওভার 
    বাংলাদেশ অ-১৯ ১৮০/৪, ৩৮.৪ ওভার 
    বাংলাদেশ অ-১৯ ৬ উইকেটে জয়ী 


    শরিফুল ইসলাম ও মৃত্যুঞ্জয় চৌধুরির প্রত্যেকের ৩ উইকেটের পর অধিনায়ক আকবর আলির ফিফটিতে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে প্রথম আন-অফিশিয়াল ওয়ানডেতে হারিয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শরিফুল-মৃত্যুঞ্জয় ছাড়াও বাকি বোলারদের সমন্বিত পারফরম্যান্সে স্বাগতিকদের ১৭৬ রানে আটকে দিয়ে বাংলাদেশ সেটি পেরিয়ে গেছে ৬ উইকেট ও ৬৮ বল বাকি থাকতেই। 

    লিঙ্কনের বার্ট সাটক্লিফ ওভালে টসে জিতে ব্যাটিং নেওয়া নিউজিল্যান্ড অ-১৯ প্রথম ওভারেই হারিয়ে ফেলেছে অধিনায়ক রাইস মারিয়ুকে। টমাস জোহরাব ও কনর আসনেলের ২য় উইকেট জুটিতে এরপর উঠেছে ৪৫ রান, তবে ৬ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে আবার চাপে পড়েছে তারা। সাতে নেমে ৪০ রান করেছেন উইকেটকিপার বেন পোমারে, ৭ম ও ৮ম উইকেটে ৩৩ ও ৩৭ রানের দুটি জুটিতে অংশ নিয়ে। 
     


    ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার পর স্থগিত হওয়া সফরে গেছে বাংলাদেশ অ-১৯


    ৪৭তম ওভারে গিয়ে শরিফুলের বলে আউট হয়েছেন পোমারে, আর ৪ রান যোগ করার পরই গুটিয়ে গেছে নিউজিল্যান্ড। শরিফুল ৩ উইকেট নিয়েছেন ৪৪ রানে, ৯ ওভারে ৩ উইকেট নিতে মৃত্যুঞ্জয় খরচ করেছেন মাত্র ২১ রান। ৪২ রানে ২ উইকেট নিয়েছেন শামিম হোসেন, ১টি করে নিয়েছেন তানজিম হাসান সাকিব ও রাকিবুল হাসান। 

    রানতাড়ায় শুরুতে ধাক্কা খেয়েছিল বাংলাদেশও। চতুর্থ ওভারে রান-আউট হয়ে ফিরেছেন পারভেজ হোসেন। এরপর ৩০ ও ৪০ রানের দুটি জুটিতে একটু করে এগিয়েছে বাংলাদেশ। ৯৯ রানে গিয়ে ৪র্থ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন তৌহিদ হৃদয়, টপ অর্ডারের চারজন ব্যাটসম্যানের মধ্যে তিনজনের স্কোর এমন- ২৮, ২৮, ২৬। 

    ৫ম উইকেটে শাহাদাত হোসেনের সঙ্গে আকবরের জুটি আর ভাঙতে পারেনি নিউজিল্যান্ড। দুজন মিলে তুলেছেন আরও ৮১ রান। ৫১ বলে ফিফটি পূর্ণ করা আকবর অপরাজিত ছিলেন ৬১ বলে ৬৫ রানে, মেরেছেন ১১টি চার। তার সঙ্গী শাহাদাত শেষ পর্যন্ত করেছেন ৪৪ বলে ২৪ রান। 

    নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনার জেসি টাসকঅফ ৩৭ রানে নিয়েছেন ২ উইকেট, ১টি পেয়েছেন আরডি জ্যাকসন। 

    সিরিজের ২য় ওয়ানডে একই ভেন্যুতে, ২ অক্টোবর। ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার পর পিছিয়ে যাওয়া এ সফর হচ্ছে এখন।