পাকিস্তানে নিরাপত্তা প্রতিনিধি দল পাঠাবে বিসিবি
ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ খেলতে খর্বশক্তির শ্রীলংকা দল এর মধ্যেই গেছে পাকিস্তান সফরে। সেই ২০০৯ সালে এই শ্রীলংকার সফরের সময়েই সন্ত্রাসী হামলা হয়েছিল, এরপরেই পাকিস্তান থেকে নির্বাসিত আন্তর্জাতিক ক্রিকেট। প্রশ্ন উঠেছে, সামনের জানুয়ারিতে বাংলাদেশ কি পাকিস্তানে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে যাবে? বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী এখনই এ নিয়ে কিছু বলতে রাজি হলেন না। তবে জানালেন, খুব শিগগিরই একটা নিরাপত্তা দল পাকিস্তান সফরে যাবে।
২০০৯ সালের ওই সন্ত্রাসী হামলার পর থেকে আরব আমিরাতকেই নিজেদের হোম ভেন্যু বানিয়েছে পাকিস্তান। অন্য দলগুলোকে আতিথ্য দিয়েছে দুবাই-আবু ধাবি বা শারজায়। কিন্তু এর মধ্যে বাংলাদেশকে ডাকেনি সেখানে। এর আগে আর্থিক ক্ষতির কথা বলে এড়িয়ে গেলেও এবার টেস্ট চ্যাম্পিয়নশিপ থাকায় সেটা এড়িয়ে যাওয়ার উপায় নেই পাকিস্তানের। তবে পিসিবির কর্তাব্যক্তিরা আগেও বলেছেন, বাংলাদেশকে তারা পাকিস্তানে নিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী।
বিসিবি এ নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। আজ প্রধান নির্বাহী বললেন, নিরাপত্তার বিষয়টাই এখানে আসবে আগে, ‘আমাদের দলগুলোর বিদেশ সফরের ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা রয়েছে। সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিরাপত্তা ছাড়পত্র। আমরা বিষয়টা নিয়ে কাজ করছি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দেশগুলোর হাই কমিশনের সাথে। তাদের রিপোর্টের উপর ভিত্তি করেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।’
নিজামউদ্দিন চৌধুরী বললেন, সামনে বিসিবির একটা নিরাপত্তা প্রতিনিধি দল যাবে পাকিস্তানে। তবে সরকারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সবুজ সংকেতের ওপর অনেক কিছু নির্ভর করছে, ‘এটা ইতোমধ্যে শুরু হয়ে গেছে। আমরা বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করেছি। বাংলাদেশ হাই কমিশন একটা প্রতিবেদন দিয়েছে। এবং আমরা এটা সরকারকে পাঠিয়েছি, সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে পাঠিয়েছি। মন্ত্রণালয় এটার উপর কাজ করছে। আমরা আশা করছি যে, খুব শিগগিরই একটা ইন্সপেকশন টিম হয়তোবা পাকিস্তান সফরে যাবে। আমরা চেষ্টা করছি যে, যেহেতু শ্রীলঙ্কা দল এখন পাকিস্তান সফর করছে। ওই সময় যদি তারা অনগ্রাউন্ড সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টগুলো দেখতে পারে তাহলে তাদের জন্য আরও সহজ হবে অ্যারেঞ্জমেন্ট মূল্যায়নে।’
সামনের ২৩ অক্টোবর অবশ্য মেয়েরা যাচ্ছে পাকিস্তান সফরে। কিন্তু সেই সফরে যেতে অস্বীকৃতি জানিয়েছেন প্রধান কোচ আঞ্জু জাইন, সহকারী কোচ দেবিকা পালশিখর ও ট্রেনার কবিতা পান্ডে।