ফুটবল মাঠে এখনো নিজেকে তরুণ ভাবেন রিবেরি
ফ্র্যাঙ্ক রিবেরির বয়স ৩৬। তার সমসাময়িক বেশিরভাগ ফুটবলারই বুটজোড়া তুলে রেখেছেন অনেক আগেই। রিবেরি অবশ্য দিব্যি খেলে যাচ্ছেন। শুধু খেলছেন বললে ভুল হবে, এই বয়সেও ফিরিয়ে আনছেন নিজের সেই সোনালি দিনের ঝলক। ফিওরেন্টিনার হয়ে গতকালও দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন এই ফ্রেঞ্চ মিডফিল্ডার। পুরো ম্যাচে অবিশ্বাস্য পারফর্ম করে শেষের দিকে বদলি হওয়ার আগে পেয়েছেন গোলও। তার এমন পারফরম্যান্সের দিনে ফিওরেন্টিনাও ৩-১ গোলে হারিয়েছেও এসি মিলানকে।
মিলানের মাঠে তাদের রক্ষণভাগকে রীতিমত নাচিয়ে ছেড়েছেন রিবেরি। বেশ কয়েকবার ডিফেন্ডারদের কাটিয়ে বক্সে ঢুকে পড়েছিলেন তিনি। ফিওরেন্টিনার প্রথম গোলটা এসেছে রিবেরির আদায় করা পেনাল্টি থেকেই। নিজের গোলটা অবশ্য পাওয়া হচ্ছিল না। ৭৮ মিনিটে বক্সের একটু বাইরে বল পেয়েছিলেন রিবেরি। দারুণভাবে বক্সের ভেতর ঢুকে বাঁ পায়ের শটে বল জালে জড়ান তিনি। তার গোলে হাততালি দিয়েছেন মিলানের সমর্থকরাও! কয়েক মিনিট পর যখন রিবেরি বদলি হয়ে মাঠ ছাড়েন, তখনো দাঁড়িয়ে তাকে অভিবাদন জানিয়েছেন দর্শক।
'বুড়ো' রিবেরিতেই নাজেহাল মিলান রক্ষণভাগ
রিবেরি ম্যাচশেষে জানিয়েছেন, ফুটবলের প্রতি ভালোবাসাটাই তার পারফরম্যান্সের মূলমন্ত্র, ‘সান সিরোতে খেলতে পারাটা সবসময়ই বিশেষ কিছু। আমরা ভালো পারফর্ম করেছি, এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ আমার অনেক বয়স হয়েছে এটা সত্যি, কিন্তু ফুটবল মাঠে নিজেকে এখনো তরুণ লাগে! ফুটবলই আমার জীবন, আমি এটাকে খুব ভালোবাসি। ফিওরেন্টিনায় ভালো কিছু করতে এসেছিলাম। আজ যেভাবে খেলেছি, সামনেও সেটা ধরে রাখতে হবে।’
ফিওরেন্টিনা কোচ ভিনসেনজো মন্টেলাও রিবেরিতে মুগ্ধ, ‘আমি রিবেরিকে বদলি করেছিলাম কারণ আমি জানতাম সে এরকম অভিবাদন পাবেই। সে অবিশ্বাস্য কিছু করতে পারে মাঠে। পাঁচ-ছয় বছর আগে তার যে গতি ছিল, সেটা না থাকলেও এখনো সে দারুণ খেলে।’