• সিরি আ
  • " />

     

    সিরি আতে আর ফিরছেন না মরিনহো

    সিরি আতে আর ফিরছেন না মরিনহো    

    গত বছরের শেষে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বরখাস্ত হওয়ার পর আর কোনো ক্লাবের দায়িত্ব নেননি হোসে মরিনহো। দীর্ঘ ১০ মাস ডাগআউটের বাইরেই আছেন স্পেশাল ওয়ান। ইতালিয়ান টিভি শো 'টিকি টাকা'কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে মরিনহো জানিয়েছেন, আর যেখানেই হোক সিরি আতে ফিরছেন না তিনি। 

    ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে দুই মৌসুম কাটিয়েছেন মরিনহো। এখানে জিতেছেন ট্রেবল, সব মিলিয়ে ইন্টারে তার ট্রফির সংখ্যা পাঁচ। এমন সুখস্মৃতি থাকলেও ইতালিতে আর ফিরতে চান না মরিনহো, ‘আমার ভবিষ্যৎ? আমার মনে হয় না সেটা ইতালিতে আছে।’ 

    যেবার ইন্টারের হয়ে জিতেছিলেন চ্যাম্পিয়নস লিগ

     

    ২০১০ সালে মাদ্রিদে বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল মরিনহোর ইন্টার। শিরোপা জয়ের রাতেই মরিনহো আভাস দিয়েছিলেন, ইন্টারের হয়ে শেষবার ডাগআউটে দাঁড়িয়েছেন তিনি। এরপর ইন্টার ছেড়ে রিয়ালে যোগ দেন মরিনহো। 

    বহু বছর পেরিয়ে গেলেও ইন্টারের সেই স্মৃতি এখনো ভুলতে পারেননি মরিনহো, ‘ইন্টার আমার পরিবার, আমার বাড়ি। মোরাত্তি আমার খুব ভালো বন্ধু। এখনো তিনি আমার ‘প্রেসিডেন্ট’। ট্রেবল জেতার গল্পটা অসাধারণ ছিল। মাদ্রিদের সেই চ্যাম্পিয়নস লিগের ফাইনালের পর যদি আবার সান সিরোতে ফিরতাম, তাহলে হয়ত আর কখনই ইন্টার ছাড়তে পারতাম না। নিজের পরিবারকে বিদায় বলা খুবই কঠিন কাজ। আমি সেই রাতেই জানতাম যে ইন্টার ছেড়ে চলে যাচ্ছি। রিয়ালের তৃতীয় প্রস্তাব ফেরাতে পারতাম না।’