• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    মরিনহোর দর্শনে গলদ আছে!

    মরিনহোর দর্শনে গলদ আছে!    

    চেলসির ম্যানেজার পদ থেকে মরিনহোকে বহিষ্কার করা হয় গত ১৭ ডিসেম্বর। এর পর থেকেই ফুটবল বিশ্বে তাঁকে নিয়ে চলছে নানা রকম সমালোচনা। এবার সমালোচকদের সেই তালিকায় যোগ দিয়েছেন স্প্যানিশ মিডফিল্ডার জাভি। সাবেক এই বার্সা তারকা প্রশ্ন তুলেছেন সরাসরি মরিনহোর ফুটবল দর্শন নিয়েই।

     

     

    চেলসিতে দায়িত্ব পালনের আগে মরিনহো কাজ করেছিলেন রিয়াল মাদ্রিদে। সে সময় চিরপ্রতিপক্ষ বার্সায় খেলা জাভি খুব কাছে থেকেই ‘স্পেশাল ওয়ান’ কে দেখার সুযোগ পেয়েছিলেন। বর্তমান যুগের অন্যতম সেরা এই মিডফিল্ডার মনে করেন, মরিনহোর যেভাবে হোক জিততে পারার মনোভাব সঠিক নয়, “সে সবসময়ই যেকোন মূল্যে জিততে চাইত। আর এটাই দেখিয়ে দেয় যে তিনি কিভাবে পরিকল্পনা করতেন।”

     

    মরিনহোর এমন মনোভাব নিয়ে প্রশ্ন তোলার যুক্তিটাও দেখিয়ে দিয়েছেন জাভি, “আমি তাঁর ফুটবল দর্শনকে শ্রদ্ধা করছি। কিন্তু, যেকোন উপায়ে জেতা মানেই কোন একটা নির্দিষ্ট খেলার ধরনে থাকা সম্ভব নয়। আমার কাছে, খেলার শেষটাই (ফলাফল) খেলাটা কে বিচার করে না। আমার তাঁর জন্য অনেক শ্রদ্ধা রয়েছে। তিনি অনেক বিশাল কিছু অর্জন করেছেন। তবে আমি মরিনহো থেকে ভিন্নভাবেই ফুটবলকে দেখি।”

     

    কাকতালীয়ই বলতে হবে, কখনও বার্সেলোনার কোচ না হলেও কোচিং ক্যারিয়ারের হাতেখড়ি হয়েছে ন্যু ক্যাম্পেই। স্যার ববি রবসনের সহকারী ছিলেন মরিনহো, পরে কাজ করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এখনকার কোচ লুই ফন গালের সাথেও।