• ফ্রেঞ্চ লিগ ওয়ান
  • " />

     

    আবারও ইনজুরিতে এমবাপ্পে

    আবারও ইনজুরিতে এমবাপ্পে    

    ইনজুরি কাটিয়ে বোর্দোর বিপক্ষে ফিরেছিলেন কিলিয়ান এমবাপ্পে। এরপর খেলেছেন চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের একটি ম্যাচ। দুই ম্যাচ খেলার পর আবার ফিরে এলো তার হ্যামস্ট্রিংয়ের ইনজুরিটা। অ্যাঞ্জার্সের বিপক্ষে ম্যাচের আগে পিএসজি কোচ টমাস টুখেল জানিয়েছেন, ইনজুরির কারণে আবারও বেশ কয়েকদিনের জন্য মাঠের বাইরে থাকতে হবে এমবাপ্পেকে। 

    টলুসের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে গত আগস্টে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন এমবাপ্পে। প্রায় এক মাসের মতো মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে। বোর্দোর বিপক্ষে ফিরেই নেইমারকে গোলে অ্যাসিস্ট করেছেন। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে গ্যালাতাসারেইয়ের বিপক্ষে অবশ্য বদলি হিসেবে নেমেছিলেন এমবাপ্পে। ফ্রান্সের ইউরো বাছাইপর্বের ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডেও আছেন তিনি। 

    দুই ম্যাচ খেলে আবার মাঠের বাইরে এমবাপ্পে

     

    অ্যাঞ্জার্সের বিপক্ষে ম্যাচের আগে টুখেল জানিয়েছেন, এমবাপ্পে আজ খেলতে পারছেন না, ‘অ্যাঞ্জার্সের সাথে সে খেলতে পারবে না। সে কয়েকদিন আগেও খুব ভালো বোধ করছিল। কিন্তু এখন ব্যথাটা বেড়ে গেছে। আমার মনে হয় এটা ঠিক হতে কয়েকদিন সময় লাগবে। আগেরবারের চেয়ে এটা কমই হবে। আশা করছি সে ভালোভাবেই ফিরে আসবে। বোর্দোর বিপক্ষে সে দেখিয়ে দিয়েছে সুস্থ হয়ে ফেরার পরপরই সে কী দুর্দান্ত খেলতে পারে।’ 

    এমবাপ্পের সাথে ইনজুরিতে পড়া এডিনসন কাভানি এখন পর্যন্ত সুস্থ হননি। টুখেল জানালেন, শতভাগ ফিট না হওয়া পর্যন্ত কাভানিকে খেলাবেন না তিনি, ‘সে কবে ফিরবে আমি নিশ্চিতভাবে বলতে পারছি না। গতকাল সে অনুশীলন করেছিল। বোর্দোর বিপক্ষে ম্যাচের আগে অনুশীলন করলেও সে আমাকে জানিয়েছিল সে শতভাগ ফিট অনুভব করছে না। থিলো কেহরার, হুলিয়ান ড্রাক্সলার, কলিন ডাগবা ও থমাস মুনিয়েররাও অ্যাঞ্জার্সের সাথে খেলবেন না।’