• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    আরও পাঁচ বছর টটেনহামে থাকার আভাস দিলেন পচেত্তিনো

    আরও পাঁচ বছর টটেনহামে থাকার আভাস দিলেন পচেত্তিনো    

    আগের মৌসুমের চ্যাম্পিয়নস লিগ রানার্সআপ তারা। এবার অবশ্য সব টুর্নামেন্টেই সময়টা ভালো কাটছে না টটেনহামের। লিগে তাদের অবস্থান ষষ্ঠ। দুই সপ্তাহ আগে চতুর্থ বিভাগের দল কোলচেস্টার ইউনাইটেডের কাছে হেরে লিগ কাপ থেকে বাদ পড়েছে তারা। সবশেষ চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের কাছে ৭-২ গোলের বিশাল ব্যবধানে হেরেছে মাউরিসিও পচেত্তিনোর দল। গুঞ্জন উঠেছে, খুব দ্রুতই হয়ত ক্লাব ছাড়তে পারেন এই আর্জেন্টাইন। তবে ব্রাইটনের বিপক্ষে লিগের ম্যাচের আগে সংবাদ সম্মলনে পচেত্তিনো আভাস দিলেন, আরও পাঁচ বছর টটেনহামের কোচ থাকার ইচ্ছা আছে তার। 

    পচেত্তিনো বলছেন, এমন মুহূর্তে ক্লাবের সবাইকে একসাথে থাকতে হবে, ‘এই মুহূর্তে সবার একসাথে থাকতে হবে। এটা শুধু স্পার্সের সাথে হয় না, বিশ্বের সব ক্লাবের সাথেই হয়। দিনশেষে আমরা একটা ম্যাচই তো হেরেছি! আমরা আবার সাফল্য খুঁজে পাবো। প্রতিটা সংবাদ সম্মেলনে আমাকে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে হয়। আগামী পাঁচ বছর পরেও হয়তো এটা নিয়ে কথা বলতে থাকব আমরা!’

    ইএসপিএনের এক সূত্র জানিয়েছে, টটেনহাম স্কোয়াডের ফুটবলার-কোচ বন্ধনে ধরা পড়েছে ফাটল। অনেক সিনিয়র সদস্যই পচেত্তিনোর ট্যাকটিকাল পদ্ধতিতে খুশি নন। পচেত্তিনো অবশ্য সেই গুজব একেবারেই উড়িয়ে দিচ্ছেন, ‘আমার এতে কোন সন্দেহই নেই যে ফুটবলাররা প্রতি ম্যাচে জয়ের জন্য নিজেদের সেরাটা দেন। তারা নিজেদের, ক্লাবের ও পরিবারের জন্য খেলেন। তাদের স্বদিচ্ছা নিয়ে আমার সন্দেহ নেই। তাদের সাথে ক্লাবের চুক্তি এক বছরের হোক কিংবা চার, সবাই সমানভাবে খেলে।’