আইপিএল ও ‘দ্য হান্ড্রেড’ এর মাঝে আইপিএলকেই বেছে নেবেন হরভজন
ইংল্যান্ডের নতুন টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এর ড্রাফটে এসেছে ভারতীয় স্পিনার হরভজন সিংয়ের নাম। এই টুর্নামেন্টে অংশ নিতে হলে অবশ্য বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে হবে তাকে। টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে হরভজন সাফ জানিয়ে দিলেন, অবসর নেওয়ার আপাতত কোনো ইচ্ছা নেই তার। হরভজন আরও বলছেন, আইপিএল ও ‘দ্য হান্ড্রেড’ এর মাঝে তিনি আইপিএলকেই বেছে নেবেন চোখ বন্ধ করে।
২০১৬ সালে শেষবার ভারতের হয়ে খেলেছিলেন হরভজন। এখনো অবশ্য আনুষ্ঠানিকভাবে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেননি তিনি। বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, অবসর নেওয়ার আগে কেউ বিদেশি লিগে খেলতে পারবেন না। কিছুদিন আগে কানাডার টি-টোয়েন্টি গ্লোবাল লিগে খেলার আগে অবসর নিয়েছিলেন যুবরাজ সিং।
বর্তমানে আইপিএলে চেন্নাইয়ের হয়ে খেলছেন হরভজন। ‘দ্য হান্ড্রেড’-এর ড্রাফটে নাম আসার পর গুঞ্জন উঠেছিল, এবার অবসরের ঘোষণাটা দিয়েই দেবেন তিনি। হরভজন জানিয়েছেন, এখনই জাতীয় দলকে আনুষ্ঠানিকভাবে বিদায় বলতে চান না তিনি, ‘আমি জানতাম না আইপিএলের অংশ হতে হলে ‘দ্য হান্ড্রেড’-এর ড্রাফটে থাকা যাবে না। এই মুহূর্তে তাই অবসর নিচ্ছি না। যদি আইপিএল ও ‘দ্য হান্ড্রেড’ এর মাঝে একটাকে বেছে নিতে হয়, আমি অবশ্যই আইপিএলকে বেছে নেবো।’
দ্রুততম সময়ের মাঝেই ‘দ্য হান্ড্রেড’ এর ড্রাফট থেকে নাম সরিয়ে ফেলবেন হরভজন, ‘আমি বিসিসিআইয়ের নিয়ম মেনে চলব। ড্রাফট থেকে নিজের নাম প্রত্যাহার করে নেবো।’