• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    লিভারপুলের হয়ে খেলার আশা ছাড়ছেন না ক্যারিয়াস

    লিভারপুলের হয়ে খেলার আশা ছাড়ছেন না ক্যারিয়াস    

    গত বছরের কিয়েভের ফাইনালের দুঃস্বপ্নটা হয়তো এখনো তাড়া করে বেড়ায় লরিস ক্যারিয়াসকে। তার ভুলের কারণেই চ্যাম্পিয়নস লিগের ফাইনালটা হারতে হয়েছিল লিভারপুলকে। বর্তমানে লিভারপুল থেকে ধারে বেসিকতাসের হয়ে খেলছেন ক্যারিয়াস। ক্যারিয়াস জানালেন, আবার লিভারপুলের হয়ে মাঠে নামতে চান তিনি। 

    রিয়াল মাদ্রিদের বিপক্ষে ২০১৮ সালের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে প্রথম ও তৃতীয় গোলটি ক্যারিয়াসের ভুলের কারণেই হজম করেছিল লিভারপুল। ম্যাচের পর ক্যারিয়াস বলেছিলেন, 'কনকাশনে' ভুগছিলেন বলেই হয়েছে এমন ভুল। পরের মৌসুমে লিভারপুল থেকে ধারে খেলতে চলে আসেন বেসিকতাসে। এদিকে লিভারপুলের গোলপোস্ট খুব ভালোভাবেই সামালাচ্ছেন অ্যালিসন বেকার। তার দুর্দান্ত কিপিংয়ে এবার চ্যাম্পিয়নস লিগও ঘরে তুলেছে অল রেডরা।  

    কিয়েভের ফাইনালে ক্যারিয়াসের সেই কান্না 

     

    এমন অবস্থাতেও লিভারপুলের জার্সি গায়ে খেলার স্বপ্ন ছাড়ছেন না ক্যারিয়াস, ‘আমি কি আর কখনো লিভারপুলের হয়ে খেলবো? অবশ্যই এটা হতে পারে। যদি এটা লিভারপুলও না হয়, আমি বড় কোনো দলের হয়ে অবশ্যই খেলব। আমি তাই এসব নিয়ে খুব একটা চিন্তিত নই। প্রিমিয়ার লিগই সেরা, তাই সেখানেই আমার আগ্রহ। ইংল্যান্ডে খেললে আপনি সবসময়ই আলোচনার মাঝে থাকবেন। এখনো আমি ভালো একটা ক্লাবে আছি। দেখা যাক মৌসুমের শেষে কী হয়।’ 

    কিয়েভের সেই ফাইনাল নিয়ে আর ভাবেন না ক্যারিয়াস, ‘এটা তো প্রায় দুই মৌসুম আগের কথা, অনেকদিন তো হয়ে গেলো! সেটা নিয়ে আর ভাবি না। ওই ম্যাচে অনেক ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম। আমার খুব বাজে একটা ইনজুরি হয়েছিল, কেউ এটা নিয়ে কিছুই বলেনি। মানুষ তো যা ইচ্ছা বলতেই পারে, এসব নিয়ে আর মাথা ঘামাই না।’ 

    ক্যারিয়াসকে ছাড়াই গতবার চ্যাম্পিয়নস লিগ জিতেছে ইউর্গেন ক্লপের দল। লিভারপুলের এই সাফল্যে খুশি ক্যারিয়াস, ‘লিভারপুল যখন শিরোপা জেতে, খুব খুশি হয়েছিলাম। এবারও তাদের ভালো সুযোগ আছে। এখনো আমি তাদের গোলকিপিং কোচ ও ফুটবলারদের সাথে কথা বলি।’