• ক্রিকেট, অন্যান্য
  • " />

     

    এ দলের হয়ে শ্রীলংকায় যাচ্ছেন আফিফ-সাইফরা

    এ দলের হয়ে শ্রীলংকায় যাচ্ছেন আফিফ-সাইফরা    

    ত্রিদেশীয় সিরিজ শেষ হয়েছে কিছুদিন আগে। ওদিকে ভারত থেকেও মাত্র ফিরেছে অনূর্ধ্ব ২৩ দল। তবে জাতীয় লিগ খেলার আগে আপাতত শ্রীলংকা অ্যাসাইনমেন্ট আফিফ হোসেন-সাইফ হাসানদের সামনে। শ্রীলংকা এ দলের বিপক্ষে তিনটি এক দিনের ম্যাচ খেলতে সেখানে উড়ে যাচ্ছেন পাঁচ ক্রিকেটার।  আফিফ-সাইফ ছাড়াও যাচ্ছেন তরুণ ওপেনার নাঈম শেখ, অলরাউন্ডার আরিফুল হক এবং পেসার আবু হায়দার রনি।

    এই চার জনের মধ্যে আফিফই শুধু খেলেছেন ত্রিদেশীয় সিরিজে। রনি আর নাঈম  স্কোয়াডে থাকলেও শেষ পর্যন্ত খেলার সুযোগ পাননি। রনি শুরুতে ডাক পেলেও নাঈম চট্টগ্রাম পর্বে ছিলেন। পরে আফিফ ছাড়া বাকি চারজন গেছেন ভারতে, সেখানে শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে সিরিজ হেরে ফিরতে হয়েছে দেশে।

    এর মধ্যেই অবশ্য শুরু হয়ে যাচ্ছে জাতীয় লিগও। তবে প্রথম রাউন্ডে খেলা হচ্ছে না এই পাঁচজনের, আপাতত যেতে হচ্ছে শ্রীলংকা। সেখানে এর মধ্যেই একটি চার দিনের ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ এ দল, আরেকটি চলছে। আফিফও আজ মিরপুরে বললেন, শ্রীলংকা সফরটাই আপাতত পাখির চোখ করছেন, ‘ মিরপুরে দুইদিন অনুশীলন ছিল। এর আগেও সবাই যার যার মতো অনুশীলন করেছে। আমরা যে পাঁচজন শ্রীলঙ্কায় যাচ্ছি, ওরা এই দুইদিন কাজে লাগিয়েছি। লক্ষ্য  হচ্ছে ওখানে যে তিনটা ম্যাচ আছে আমাদের তিনটা ম্যাচেই যেন আমরা জিতি। ভালো খেলার চেষ্টা করব। আর দলের লক্ষ্য হচ্ছে, যেন দলের জন্য ভালো করতে পারি।’

    সাইফ হাসানও আজ মিরপুরে একই কথাই বললেন, ‘আগে চেষ্টা থাকবে শ্রীলঙ্কায় যাচ্ছি, সেখানে ফোকাস করা। ম্যাচ বাই ম্যাচ সব গুরুত্বপূর্ণ আমার জন্যে। আসার পর জাতীয় লিগও আমার জন্যে গুরুত্বপূর্ণ হবে। দ্বিতীয় রাউন্ড থেকে ইনশাল্লাহ খেলব। সেটাও আমার পরিকল্পনায় আছে।’

    ৭, ৯ ও ১২ অক্টোবর হবে তিনটি ওয়ানডে। প্রথম দুইটি হবে হাম্বানটোটায়, শেষেরটি কলম্বোতে।