• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    সালাহকে করা হামজার ফাউল মানতে পারছেন না ক্লপ

    সালাহকে করা হামজার ফাউল মানতে পারছেন না ক্লপ    

    ম্যাচের নির্ধারিত সময়ের বাকি এক মিনিট। লিভারপুল তখন জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে আক্রমণে যাচ্ছে বারবার। এমন অবস্থায় বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টায় ছিলেন মোহামেদ সালাহ। তাকে পেছন থেকে ফাউল করেন লেস্টার সিটির হামজা চৌধুরী, এই ফাউলের জন্য দেখেছেন হলুদ কার্ডও। লিভারপুল কোচ ইউর্গেন ক্লপ এই ফাউলে মোটেও খুশি হতে পারেননি, ক্ষোভটা প্রকাশ্যেই ঝেড়েছেন। ম্যাচের পর ক্লপ বলছেন, হামজার ওই ফাউলের পর খুব একটা ভালো অবস্থায় নেই সালাহ। 

    হামজার এমন ফাউলে ক্ষুব্ধ ক্লপ, ‘আমি কিছুতেই হামজার ফাউলটা ভুলতে পারছি না। তার তো এই ব্যাপারে জানা উচিত। রিচির ওই ঘটনাটা হয়ত দুর্ভাগ্যজনক ছিল। কিছুতেই আপনি এরকম ফাউল করতে পারেন না।’ 

    সালাহর ফাউলের পর ক্ষুব্ধ ক্লপ

     

    ফাউলের পর কেমন আছেন সালাহ? ক্লপ বলছেন, সালাহর অবস্থা নিয়ে এখনো নিশ্চিত নন তারা, ‘সালাহ ড্রেসিংরুমে শুয়ে আছে। সে কীভাবে ভালো থাকতে পারে? আমরা জানিনা তার কী অবস্থা। কিন্তু এমন ফাউল মেনে নেওয়াটা কঠিন। তিন বছর ধরে আমরা সবচেয়ে কম হলুদ কার্ড পাওয়া দল। আমরা প্রতিপক্ষের সাথে এমনটা করি না।’ 

    গত জুনে অনূর্ধ্ব-১৯ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডের হয়ে খেলতে নেমে ফ্রান্সের জনাথন বামবাকে বাজেভাবে ফাউল করে লাল কার্ড দেখেছিলেন হামজা। এই ফাউলে লিগামেন্ট ছিড়ে গিয়েছিল বামবার। আগস্টে নিউক্যাসেলের রিচিকে বাজেভাবে ফাউল করেও হলুদ কার্ড দেখেই পার পান হামজা।