• বিশ্বকাপ বাছাই
  • " />

     

    ভারতকে বাংলাদেশের ব্যাপারে সতর্ক বার্তা দিচ্ছেন সাইঘানি

    ভারতকে বাংলাদেশের ব্যাপারে সতর্ক বার্তা দিচ্ছেন সাইঘানি    

    ঢাকা আবাহনী ছেড়ে মাসিহ সাইঘানি যোগ দিয়েছেন ভারতের ক্লাব চেন্নাইন সিটি এফসিতে। বাংলাদেশে এক মৌসুম খেলার সুবাদে খেলোয়াড়দেরস সম্পর্কে সাইঘানির জানা শোনা ভালোই আছে। সেটার ওপর ভিত্তি করেই ভারতকে সতর্কবার্তা দিচ্ছেন আফগান ডিফেন্ডার। 

    ১৫ অক্টোবর কলকাতার যুব ভারতী স্টেডিয়ামে বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে গ্রুপ 'ই'- এর ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরই ভেতর বাংলাদেশ দল পৌঁছে গেছে সেখানে। ৮০ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামের টিকেটও এরই মধ্যে বিক্রি হয়ে গেছে।  

    "বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজন খেলার ধরন বদলে দিয়েছেন। আবাহনী কোচ থমাস মারিয়া লেমোসের খেলার ছাপও আছে দলে। ওরা পাসিং ফুটবল খেলে, প্রেসিংয়েও ভালো।" 

    সাইঘানি বাংলাদেশে এসেছিলেন বসুন্ধরা কিংসের হয়ে খেলতে। এক মাস পরই তিনি যোগ দিয়েছিলেন আবাহনীকে। আর বাংলাদেশ দলে এই দুই ক্লাবের খেলোয়াড়দের আধিক্যও বেশি। তাই বাংলাদেশ দল সম্পর্কে তার জানা শোনা আছে ভালোভাবেই। স্পোর্টসস্টারকে দেওয়া সাক্ষাতকারে সাইঘানি তাই চোট জর্জর বাংলাদেশের কথা বলতেও ভোলেননি তিনি, "ওদের মূল ডিফেন্ডার তপু বর্মন, আতিকুর রহমান ফাহাদ, মাশুক মিয়া জনি- সবাই এসিএল ইনজুরিতে পড়েছে। কপালও খারাপ ওদের।" 

    সাবেক সতীর্থ সোহেল রানা ও নাবিব নেওয়াজকে জীবনকে নিয়ে আলাদ আকরে ভাবতে ভারত দলকে পরামর্শ দিয়েছেন সাইঘানি, "জীবন খুবই ভালো মানের খেলোয়াড়। ওর বেশি কিছু গুণ আছে। গতি আছে, টেকনিক্যালিও ভালো। শারীরিক দিক দিয়ে হয়ত অতোটা ভালো নয় সে।আমার মতে ইমন রহমান বাবু ওদের মূল খেলোয়াড়, তবে সে স্কোয়াডে নেই। কেন নেই তা আমি জানিনা। সোহেল রানাও কুইক ও নিখুঁত।"  

    বাংলাদেশ এখন পর্যন্ত বাছাইপর্বে দুইটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। আফগানিস্তান ও কাতার কোনো দলের বিপক্ষেও গোল পায়নি জেমি ডের দল। এরপরও সাইঘানি মনে করেন ভারতকে ঝামেলায় ফেলার সবরকম সামর্থ্য আছে বাংলাদেশের, "ভারতের কাউন্টার অ্যাটাকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশ ভারতের চেয়ে ভালো ফুটবল খেলতে চাইবে না, তাতে কোনো অসুবিধাও হয় না তাদের। তবে বাংলাদেশের রক্ষণ গোছানো। ভারত ছোট কোনো ভুল করলেও তাদেরকে শাস্তি দিয়ে বসতে পারে বাংলাদেশ।"