লেভানডফস্কির ইতিহাস গড়ার ম্যাচে শীর্ষে ফিরল বায়ার্ন
এই মৌসুমের প্রথম আট ম্যাচেই গোল পেয়েছিলেন বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড রবার্ট লেভানডফস্কি। নতুন রেকর্ড গড়তে দরকার ছিল ইউনিয়ন বার্লিনের বিপক্ষে গোল। আলিয়াঞ্জ অ্যারেনাতে গোল করে ইতিহাস গড়লেন এই পোলিশ ফরোয়ার্ড। বুন্দেসলিগায় প্রথম ফুটবলার হিসেবে লিগের প্রথম নয় ম্যাচেই গোল পেলেন লেভানডফস্কি। তার গোলেই ইউনিয়ন বার্লিনকে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ফিরেছে বায়ার্ন।
প্রথমার্ধে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি বায়ার্ন-বার্লিন দুই দলই। ১৩ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া বেঞ্জামিন পাভার দারুণ এক শটে লিড নেয় বায়ার্ন। দ্বিতীয়ার্ধের শুরুতেই আসে লেভানডফস্কির রেকর্ড গড়ার সেই মুহূর্তটা। বক্সের ভেতর তৈরি হওয়া জটলার মাঝে বল পেতে বেশ বেগ পেতে হয়েছিল তাকে। এক মুহূর্তের জন্য পায়ে বল পেয়েই সেটা কাজে লাগান লেভানডফস্কি। ডান পায়ের শটে বল জালে জড়িয়েই গড়েন ইতিহাস।
ইতিহাস গড়ার পর লেভানডফস্কি
এই মৌসুমের টানা নয় লিগ ম্যাচে গোল পেলেন লেভানডফস্কি। এর আগে জার্মান লিগের ইতিহাসে এটা কখনোই হয়নি। ২০১৫ সালে বর্তমান আর্সেনাল ফরোয়ার্ড পিয়েরে অবামেয়াং জার্মান লিগে ডর্টমুন্ডের হয়ে টানা আট ম্যাচে গোল পেয়েছিলেন। সব মিলিয়ে এখন পর্যন্ত নয় ম্যাচে লেভানডফস্কির গোল ১৯টি। এই বছরে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদোদেরও ছাড়িয়ে গেছেন লেভানডফস্কি। সব টুর্নামেন্ট মিলিয়ে ৩৭ ম্যাচে তার গোল ৩৭ টি, যা অন্য কারো চেয়ে বেশি।
২-০ গোলে এগিয়ে থাকা বায়ার্ন অবশ্য বিপদে পড়ে ৫৭ মিনিটে। পেনাল্টি পেলেও সেখান থেকে গোল করতে পারেনি বার্লিন। ৬৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল করতে পারতেন লেভানডফস্কি, তবে তার জোরালো শট ঠেকিয়ে দেন বার্লিন কিপার। শেষ বাঁশি বাজার চার মিনিট আগে সান্ত্বনাসূচক গোল পায় বার্লিন। ম্যাচের দ্বিতীয় পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি সেবাস্তিয়ান পোল্টার। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন।
এই জয়ে ৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরল বায়ার্ন। অন্য ম্যাচে শালকের সাথে গোলশূন্য ড্র করে তৃতীয় স্থানে নেমে গেছে বরুশিয়া ডর্টমুন্ড, ৯ ম্যাচে তাদের পয়েন্ট ১৬। সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফ্রেইবার্গ।