ডিসেম্বরের আগে ফিরছেন না পগবা?
শেষবার ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে পল পগবাকে দেখা গিয়েছিল গত মাসের শেষভাগে। আর্সেনালের বিপক্ষে সেই ম্যাচের পর থেকেই গোড়ালির ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন তিনি। সুস্থ হয়ে দ্রুতই ফিরবেন পগবা, শোনা যাচ্ছিল এমনটাই। তবে নরউইচ সিটির বিপক্ষে ম্যাচের পর ইউনাইটেড কোচ ওলে গানার সোলশার জানিয়েছেন, পগবার ফিরতে আরো এক মাসেরও বেশি সময় লাগবে।
আর কতদিন গোড়ালির ইনজুরিটা ভোগাবে পগবাকে?
ডিসেম্বরের আগে পগবা খেলায় ফিরছেন না বলেই জানালেন সোলশার, ‘আমার মনে হয় না ডিসেম্বরের আগে তাকে স্কোয়াডে পাবো। তাকে অনেকটা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে। পুরোপুরি সুস্থ হওয়ার জন্য তার বিশ্রাম দরকার। ২৪ নভেম্বর শেফিল্ডের বিপক্ষে ম্যাচে কিংবা আন্তর্জাতিক বিরতির পরেও আমরা তাকে পাবো না। তার ফিরতে ফিরতে ডিসেম্বর হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি।’
ঠিক কী কারণে পগবার ফিরতে এতো দেরি হচ্ছে, সেটাই ছিল সোলশারের কাছে প্রশ্ন। সোলশার অবশ্য বলছেন, পগবার ব্যাপারে ডাক্তাররাই ভালো জানেন, ‘আমি তো ডাক্তার না। শুধু এটা বলতে পারি তার সেরে উঠতে অনেক বেশি সময় লাগছে। যে ফুটবলার লম্বা সময় ধরে দলে থাকবে না তার ইনজুরি নিয়ে আসলে এতকিছু বলে লাভ নেই। সে তো মাঠে নেমে আমাদের সাহায্য করতে পারবে না। সে দুর্দান্ত ফুটবলার এতে কোন সন্দেহ নেই। কিন্তু এখন অন্যদের সামনে আসার সময় এসেছে।’