লেস্টারের ম্যাচের দিনের বেতন দান করলেন সাউদাম্পটনের ফুটবলাররা
প্রিমিয়ার লিগের ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানের হারের রেকর্ডটা এখন সাউদাম্পটনেরও। নিজেদের মাঠে লেস্টার সিটির কাছে ৯ গোল হজন করেছিল দ্যা সেইন্টসরা। এবার ক্লাবের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, ঐ ম্যাচের দিনের পুরো বেতনটাই দাতব্য কাজে দান করার সিদ্ধান্ত নিয়েছেন সাউদাম্পটনের ফুটবলার ও কোচিং স্টাফরা।
লেস্টারে যেদিন বিধ্বস্ত হয়েছিল সাউদাম্পটন
ফুটবল ক্লাবের পাশাপাশি সাউদাম্পটন কাজ করে অবহেলিত শিশু, বেকার যুবক ও বৃদ্ধদের জন্যও। সাউদাম্পটন শহরের এরকম অসহায় মানুষদের নিয়ে দীর্ঘদিন ধরেই সেইন্টস ফাউন্ডেশনের অধীনে দাতব্য কাজ চালিয়ে যাচ্ছে তারা।
সেই কাজেই নিজেদের একদিনের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সাউদাম্পটন ফুটবলার ও কোচিং স্টাফরা। ক্লাবের এক অফিশিয়াল বিবৃতিতে জানানো হয়েছে এটা, ‘সাউদাম্পটন ক্লাবের ফুটবলার ও কোচিং স্টাফরা সিদ্ধান্ত নিয়েছেন, লেস্টারের বিপক্ষে ম্যাচের দিনের বেতন তারা সেইন্টস ফাউন্ডেশনে দান করবেন। ঐ ম্যাচের পর সবাই স্টেপলউড ক্যাম্পাসে কাটিয়েছে। ক্লাবের সমর্থকদের জন্য কী করলে ভালো হয় সেটা নিয়েই ভেবেছেন তারা। এর প্রথম পদক্ষেপ হিসেবে নিজেদের একদিনের বেতন দাতব্য কাজের জন্য দান করছেন সবাই।’