সিরি আ-র শীর্ষে ইন্টার, লিগ কাপে সিটি-বায়ার্নের জয়
মার্টিনেজ-লুকাকুতে শীর্ষে ইন্টার
লাউতারো মার্টিনেজ ও রোমেলু লুকাকুর গোলে ব্রেসিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে জুভেন্টাসকে পেছনে ফেলে সিরি আর শীর্ষে উঠেছে ইন্টার মিলান। জুভেন্টাস অবশ্য আজ রাতে নিজেদের ম্যাচে জয় পেলে আবারও শীর্ষস্থান দখলে নেবে।
স্টাডিও মারিও রিগামন্টি স্টেডিয়ামে ২৩ মিনিটে মার্টিনেজের গোলে লিড নেয় ইন্টার। স্টেফান ডি ভ্রাই হেড ঠেকিয়ে দিয়েছিলেন ব্রেসিয়া কিপার। ফিরে আসা বলে ডান পায়ের শটে গোল পান এই আর্জেন্টাইন। প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিয়ে ব্যবধান দ্বিগুণ করেন লুকাকু। বক্সের বাইরে থেকে তার বাঁ পায়ের জোরালো শট ব্রেসিয়া গোলরক্ষককে সহজেই পরাস্ত করে। এটি ১০ ম্যাচে লুকাকুর সপ্তম গোল।
৭৬ মিনিটে ইন্টারের মিলান ক্রিনিয়ারের আত্মঘাতী গোলে শুধু হারের ব্যবধানটাই কমাতে পেরেছে ব্রেসিয়া। এই জয়ে ১০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইন্টার। এক ম্যাচ কম খেলে ২৩ পয়েন্ট নিয়ে জুভেন্টাস আছে দ্বিতীয় স্থানে।
লিগ কাপের কোয়ার্টার ফাইনালে সিটি
লেস্টার সিটির কাছে ৯-০ গোলের রেকর্ড হারের পর ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হয়েছিল সাউদাম্পটন। হারের ব্যবধান সেবারের মতো না হলেও ইংলিশ লিগ কাপের ম্যাচে সিটির কাছে পাত্তা পায়নি তারা। ইংলিশ লিগের চতুর্থ রাউন্ডে সার্জিও আগুয়েরোর জোড়া গোলে সাউদাম্পটনকে ৩-১ ব্যবধানে হারিয়ে লিগ কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে সিটিজেনরা।
২০ মিনিটে নিকোলাস অটামেন্ডির গোলে এগিয়ে যায় সিটি। শেষ ছয় ম্যাচে এটি অটামেন্ডির দ্বিতীয় গোল। এর আগে সিটির হয়ে ৬৬ ম্যাচ খেলে দুই গোল করেছিলেন এই আর্জেন্টাইন। ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আগুয়েরো। ৫৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল পান তিনি। এই নিয়ে সাউদাম্পটনের বিপক্ষে শেষ ম্যাচ ম্যাচে পাঁচটি গোল করলেন আগুয়েরো। সিটির হয়ে অভিষেকের পর সব টুর্নামেন্ট মিলিয়ে আগুয়েরোর গোল দাঁড়ালো ২৪২ এ। শেষ বাঁশি বাজার ১৫ মিনিট আগে সাউদাম্পটনের হয়ে সান্ত্বনাসূচক গোল করেন স্টেফেনস।
অঘটন থেকে রক্ষা পেল বায়ার্ন
আরেকটু হলেই জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে হারিয়ে অঘটনের জন্ম দিতো দ্বিতীয় বিভাগের দল ভিএফএল বকুম। জার্মান কাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে প্রথমে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তে সার্জি গ্ন্যাব্রি ও টমাস মুলারের গোলে রক্ষা পেয়েছে বায়ার্ন। বকুমকে ২-১ গোলে হারিয়ে পরের রাউন্ডে উঠেছে বাভারিয়ানরা।
৩৬ মিনিটে আলফোনসো ডেভিসের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে বায়ার্ন। ৮০ মিনিট পর্যন্ত সেই গোল শোধ করতে পারেনি তারা। ৮৩ মিনিটে ম্যাচে সমতা আনেন গ্ন্যাব্রি। নির্ধারিত সময়ের এক মিনিট আগে জয়সূচক গোল করে বায়ার্নকে স্বস্তির জয় এনে দেন মুলার।