• ক্রিকেট, অন্যান্য
  • " />

     

    জিম্বাবুয়ের প্রথম ডিরেক্টর অফ ক্রিকেট হলেন মাসাকাদজা

    জিম্বাবুয়ের প্রথম ডিরেক্টর অফ ক্রিকেট হলেন মাসাকাদজা    

    বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের আগে হ্যামিল্টন মাসাকাদজা জানিয়ে দিয়েছিলেন তার অবসরের সিদ্ধান্তের কথা। সেই সিরিজে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন তিনি। জিম্বাবুয়ের ক্রিকেটের সাথে এবার নতুনভাবে যুক্ত হচ্ছে যাচ্ছেন মাসাকাদজা। জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড মাসাকাদজাকে বোর্ডের ডিরেক্টর অফ ক্রিকেট হিসেবে নিয়োগ দিয়েছে। জিম্বাবুয়ের বোর্ডে মাসাকাদজাই প্রথম ডিরেক্টর অফ ক্রিকেট।

    দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারে জিম্বাবুয়ের হয়ে ৩০০ এর বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মাসাকাদজা। সতীর্থদের অনেকেই নানা কারণে জিম্বাবুয়ের হয়ে খেলতে অস্বীকৃতি জানালেও মাসাকাদজা বরাবরই থেকেছেন দলের সাথে। অবসর নেওয়ার আগ পর্যন্ত তিন ফরম্যাটেই দলের অধিনায়ক ছিলেন তিনি। নিজের শেষ ম্যাচেও আফগানিস্তানের বিপক্ষে দলকে জয় এনে দিয়েই মাঠ ছেড়েছিলেন। নিজের শেষ ইনিংসে ৪২ বলে ৭১ রান করেছিলেন মাসাকাদজা। 

    মিরপুরে বিদায়ী ইনিংস শেষে মাসাকাদজা

     

    গত আগস্টে ডিরেক্টর অফ ক্রিকেট নামের একটি বিশেষ পদ তৈরি করেছিল জিম্বাবুয়ে বোর্ড।জিম্বাবুয়ের ক্রিকেটের চেয়ারম্যান তেভেনগুয়া মুকুহলানি জানিয়েছেন, এখন থেকে বোর্ডের ক্রিকেটিং ডিরেক্টর হিসেবেই দেখা যাবে মাসাকাদজাকে, ‘এটা জিম্বাবুয়ের ক্রিকেটের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা নিয়োগ। আমরা চাই এটার মাধ্যমে আমাদের সব ফরম্যাটের ক্রিকেট আরও শক্তিশালী হোক। শুধু মাঠে নয়, পরিচালনা পর্যায়েও শক্ত অবস্থানে যেতে চাই আমরা। মাসাকাদজার দায়িত্ব নেওয়াতে আমরা তাই দারুণ খুশি। তিনি বোর্ডে নতুন উদম নিয়ে আসবেন, এটা আমাদের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ।’ 

    মাসাকাদজার অভিজ্ঞতার পুরোটাই কাজে লাগাতে চায় জিম্বাবুয়ে বোর্ড, বলছেন মুকুহলানি, ‘আমাদের খেলা সম্পর্কে তার অগাধ জ্ঞান আছে। নিজের দীর্ঘ ক্রিকেটিং ক্যারিয়ারে তিনি যে অভিজ্ঞতা অর্জন করেছেন, সেটা আমাদের খুব সাহায্য করবে। তিনি আমাদের দেশের ক্রিকেটের অন্যতম নেতা হয়ে উঠবেন, সেটাই আমরা চাই।’