• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    বেলগ্রেডের ম্যাচে বর্ণবাদকে পাত্তাই দেবেন না পচেত্তিনো

    বেলগ্রেডের ম্যাচে বর্ণবাদকে পাত্তাই দেবেন না পচেত্তিনো    

    প্রতিপক্ষের ফুটবলারদের উদ্দেশ্যে বর্ণবাদী মন্তব্য করায় চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্বের ম্যাচে রুদ্ধদ্বার স্টেডিয়ামে খেলতে হয়েছিল রেড স্টার বেলগ্রেডকে। সার্বিয়ার ক্লাবটির মাঠে এই সপ্তাহে খেলতে যাচ্ছে টটেনহাম। টটেনহাম কোচ মাউরিসিও পচেত্তিনো আগেভাগেই জানিয়ে দিলেন, বেলগ্রেডের দর্শকের বর্ণবাদকে পাত্তাই দিতে চান না তারা।

    বেলগ্রেডের রাজকো মিতিচ স্টেডিয়ামে ২০১৪ সালে খেলতে এসে বর্ণবাদের মুখে পড়েছিল টটেনহাম। গত মাসে এই স্টেডিয়ামে সার্বিয়ার বিপক্ষে ম্যাচ খেলে গেছে পর্তুগাল, সেই ম্যাচেও ছিল না কোনো দর্শক। 

    বুলগেরিয়ার দর্শকের বর্ণবাদী মন্তব্যেও মাঠ ছাড়েননি ইংলিশ ফুটবলাররা

     

    পচেত্তিনো বলছেন, বর্ণবাদ নিয়ে বেশি কথা বললেই ওসব করতে আসা সমর্থকরা উৎসাহ পায়, ‘আমরা এটা নিয়ে নিজেদের মাঝে অবশ্যই কথা বলবো। যদি আমাকে জিজ্ঞাসা করেন, তাহলে আমি বলব এই সমস্যার সমাধান হচ্ছে পাত্তা না দেওয়া। আপনি যত বেশি এসব নিয়ে কথা বলবেন, তারা আরও বেশি বর্ণবাদের উৎসাহ পাবে। আমাদের সেখানে গিয়ে এমনভাবে খেলতে হবে যেন কিছুই হয়নি। ইউয়েফার প্রটোকলে আমাদের বিশ্বাস রাখতে হবে। কিছু একটা হতে পারে, এই ভয়ে থাকা যাবে না। কিছু যদি ঘটেই যায়, তাহলে সেভাবে সিদ্ধান্ত নিতে হবে।’ 

    বর্ণবাদের শিকার হলে কি মাঠ ছেড়ে বের হয়ে যাবে টটেনহাম? পচেত্তিনো অবশ্য মাঠ ছাড়ার পক্ষে নন। ইংল্যান্ড-বুলগেরিয়া ম্যাচের মতো দলের ফুটবলারদের পাশে থেকেই মাঠের লড়াইটা চালিয়ে যেতে চান তিনি, ‘বুলগেরিয়ার মাঠে ইংল্যান্ড জাতীয় দল যা করেছিল, আমরাও সেটাই করতে চাই। অধিনায়ক ও অন্যরা মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মাঠে আসলে কী হচ্ছে সেটা ফুটবলাররাই সবচেয়ে ভালো বুঝবে। তাই মূল সিদ্ধান্তটা তাদেরই নিতে হবে।’