গার্দিওলাকে নিয়ে তোরের "ভয়" !
এই মৌসুম শেষে আলিয়াঞ্জ এরেনা ছাড়ার ঘোষণা দিয়েছেন পেপ গার্দিওলা। ইউরোপের সেরা দুই লিগে নিজের আধিপত্য দেখিয়ে এবার লক্ষ্য তাঁর ইংলিশ লিগ। বর্তমান যুগের অন্যতম সেরা এই ম্যানেজারকে দলের দায়িত্ব দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে ম্যান সিটি, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনালের মত দলগুলো। শিরোপা জয়ে যিনি সিদ্ধহস্ত তাঁকে কেইবা চাইবে না দলের দায়িত্ব দিতে? তবে গার্দিওলার যোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে ইয়াইয়া তোরের এজেন্টের। তাঁর মতে অমন দল নিয়ে তাঁর দাদাও পারতেন শিরোপা জিততে!
ম্যানেজার হিসেবে গার্দিওলার সাফল্য প্রায় আকাশচুম্বী। বার্সেলোনাকে নিয়ে লা লিগা জিতেছিলেন টানা তিনবার আর স্পেনে নিজের শেষ মৌসুমে কাতালানরা হয়েছিল দ্বিতীয়। এরপর বায়ার্ন মিউনিখের দায়িত্ব নিয়ে জিতেছেন টানা দুই বুন্দেসলিগা ট্রফি। সেই সাথে চলতি মৌসুমে আট পয়েন্টে এগিয়ে থেকে আরেকটি হ্যাট্রিক শিরোপার দৌড়ে বেশ ভালভাবেই এগোচ্ছে তাঁর দল। অবশ্য এরপরই প্রিমিয়ার লিগের কোন একটি দলের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি, ধারণা করা হচ্ছে সেটি ম্যানচেস্টার সিটি। গার্দিওলার সিটিজেনদের দায়িত্ব নেয়ার ঠিক কিছুদিন আগে বোমা ফাটালেন তোরের এজেন্ট দিমিত্রি সেলুক।
ইয়াইয়া তোরের এজেন্টের মতে, “পেপ দারুণ একজন কোচ। কিন্তু, সে শিরোপা জিতেছে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের মত বড় দল নিয়ে। সত্যি কথা বলতে আমার দাদাও বার্সা এবং বায়ার্নকে নিয়ে শিরোপা জিততে পারতেন। কারণ দু’টি দলই বিখ্যাত সব খেলোয়াড়দের নিয়ে গড়া। এনরিকেকেই দেখুন গত মৌসুমে তিনিও বার্সাকে নিয়ে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। আমি তাঁকে খারাপ কোচ বলছি না। কিন্তু, তিনি রোমার দায়িত্বে থেকে কি করেছেন?...কিছুই না। তাই আমি দেখতে চাই যে পেপ আট বা নয় নম্বরে থাকা কোন দল নিয়ে শিরোপা জিতুক।”
কয়েক দিন আগেই ডর্টমুন্ড স্ট্রাইকার অবামেয়াং এর কাছে এবছরের আফ্রিকার সেরা ফুটবলারের খেতাব হারিয়েছেন ইয়াইয়া তোরে। পেপ গার্দিওলা যদি সত্যিই ইতিহাদে আসেন তবে প্রায় পাঁচ বছর পর পুনর্মিলন ঘটবে তোরে ও পেপের। ২০১০ এ সিটিতে যোগ দেয়ার আগে গার্দিওলার অধীনে দু’ বছর ন্যু ক্যাম্পে খেলেছিলেন ইয়াইয়া। কিন্তু সেই অভিজ্ঞতা ঠিক সুখকর ছিল না। দুর্দান্ত সেই বার্সা থেকে তাই পাড়ি জমিয়েছিলেন সিটিতে। গার্দিওলার সিটিতে এলে অতীতের পুনরাবৃত্তি হওয়াটা উড়িয়ে দিচ্ছেন না স্বয়ং ইয়াইয়া তোরের এজেন্টও, “জার্মানিতে বলাবলি হচ্ছে যে গার্দিওলার সিটিতে আসা ১০০ ভাগ নিশ্চিত, আমিও এটাই বিশ্বাস করি। সিটিতে ওর পরিকল্পনা কি তা আমি জানিনা। কিন্তু, বার্সেলোনায় যা ঘটেছে তারপর চিন্তা করতেই হচ্ছে...সে আসলে ইয়াইয়া বাদ পড়ে যাবে।”