'ন্যু ক্যাম্পেও বার্সাকে কঠিন পরীক্ষায় ফেলবে প্রাগ'
মৌসুমের শুরু থেকেই বেশ চাপে ছিলেন বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভার্দে। এই সপ্তাহের শুরুতে লেভান্তের কাছে ৩-১ গোলের হার সেই চাপ বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। হাজারো সমালোচনার মাঝেই আজ চ্যাম্পিয়নস লিগের ম্যাচে স্লাভিয়া প্রাগের বিপক্ষে মাঠে নামছেন লিওনেল মেসিরা। ন্যু ক্যাম্পের ম্যাচের আগে ভালভার্দে সাংবাদিকদের জানিয়েছেন, আগের ম্যাচের মতো এবারও বার্সাকে কঠিন পরীক্ষায় ফেলবে প্রাগ।
লা লিগার মতো চ্যাম্পিয়নস লিগেও গ্রুপের শীর্ষে আছে বার্সা। তবে একটা ম্যাচে পা হড়কালেই বদলে যেতে পারে সমীকরণ। আগের ম্যাচে প্রাগের মাঠে খুব সহজে জিতে আসতে পারেনি মেসিরা। নিজেদের স্টেডিয়ামে শেষ মিনিট পর্যন্ত লড়াই করেই হেরেছিল প্রাগ।
আজ মেসিকে আটকাতে পারবে প্রাগ?
ন্যু ক্যাম্পেও প্রাগের সাথে কঠিন লড়াই হবে বলেই মানছেন ভালভার্দে, ‘আগের ম্যাচটা যেমন কঠিন ছিল, এবারও সেরকম হবে। প্রাগ ইন্টারের বিপক্ষেও দুর্দান্ত খেলেছে। লিগ ও চ্যাম্পিয়নস লিগ দুটিতেই তারা নিজেদের জাত চিনিয়েছে। দুই দলের মাঝে শারীরিক লড়াইটা বেশি হবে। আমাদের আক্রমণভাগে আরও বেশি নিখুঁত হতে হবে জয় পাওয়ার জন্য। আমাদের জন্য কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে।’
এখন পর্যন্ত লিগের তিনটি ম্যাচে হেরে বার্সা। মৌসুমে নিজেদের প্রথম ম্যাচেই বিলবাওয়ের কাছে হেরেছিল কাতালানরা। এরপর গ্রানাডা ও লেভান্তের কাছে অপ্রত্যাশিত পরাজয় দেখতে হয়েছে ভালভার্দেকে। পয়েন্ট তালিকার শীর্ষে থাকলেও কম সমালোচনা শুনতে হচ্ছে না বার্সা কোচকে। তাকে বরখাস্ত করে নতুন কোচ আনার কথাও উঠেছে।
ভালভার্দে বলছেন, এসব সমালোচনা তার সয়ে গেছে, ‘যখনই দল হারবে, তখন কোচের দিকেই সবাই আঙ্গুল তোলে। এটা আমি মেনেই নিয়েছি। আগের ম্যাচে আমরা প্রায় পুরোটা সময়ই ম্যাচের নিয়ন্ত্রণ রেখেছিলাম। লেভান্তে তাদের প্রথম তিন শটে গোল করেছে। দল হারলে সমালোচনা আসবেই, সেটাই স্বাভাবিক।’