• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    লিভারপুলের 'বোকার মতো' গোল হজমে বিরক্ত অ্যালিসন

    লিভারপুলের 'বোকার মতো' গোল হজমে বিরক্ত অ্যালিসন    

    এই মৌসুমে লিভারপুল সব টুর্নামেন্ট মিলিয়ে খেলেছে ১৮ ম্যাচ। এর মাঝে গোল হজম করেনি মাত্র তিনটি ম্যাচে। দলের রক্ষণভাগের এমন হালে খুব একটা খুশি নন গোলরক্ষক অ্যালিসন বেকার। গেঙ্কের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচের আগে অ্যালিসন সাফ জানিয়ে দিলেন, ভালো কিছু করতে হলে বোকার মতো গোল হজম করা থেকে বাঁচতে হবে লিভারপুলকে। 

    শেষ সাত ম্যাচের একটিতেও ক্লিন শিট রাখতে পারেনি লিভারপুল। ইনজুরি থেকে ফেরার পর চার ম্যাচেই গোল খেয়েছেন অ্যালিসন। গেঙ্কের সাথে আগের ম্যাচে জিতলেও শেষ বাঁশি বাজার দুই মিনিট আগে অ্যালিসনকে পরাস্ত করেছিলেন স্টেফেন ওডেয়। 

    এভাবে শেষ মুহূর্তে গোল খাওয়াটা মানতে পারছেন না অ্যালিসন, ‘আমরা যখন বোকার মতো গোল হজম করি সেটা মেনে নেওয়া যায় না। এমনভাবে গোল খেয়ে আমি ও সতীর্থদের কেউই খুশি নয়। ক্লিন শিট কেউই হারাতে চায় না। গোল না খেলে সবসময় জয়ের সম্ভাবনা বেড়ে যায়। এই জায়গাটায় আরও অনেক কাজ করতে হবে। গুরুত্বপূর্ণ মুহূর্তে গোল খেলে সবার জন্যই কাজটা কঠিন হয়ে যায়।’ 

    গোলের জন্য শুধু ডিফেন্ডারদের দোষারোপ করতে অবশ্য রাজি নন অ্যালিসন, ‘দোষটা শুধু রক্ষণের না। প্রতিপক্ষের ফরোয়ার্ডরা দুর্দান্ত খেললে আসলে গোল হজম না করে ম্যাচ শেষ করাটা কঠিন। এটা খেলারই অংশ। আমরা গেঙ্কের সাথে ম্যাচের অন্তিম মুহূর্তে গোল খেয়েছিলাম। সেটা খুব হতাশার একটা ব্যাপার ছিল। আমরা যদি এক গোলে এগিয়ে থাকতাম তখন, তাহলে তো ম্যাচটা ড্র হয়ে যেত। এরকম অবস্থায় আরও বেশি সতর্ক থাকতে হবে।’