• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    আর্সেনালের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হলো শাকাকে

    আর্সেনালের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হলো শাকাকে    

    গত মাসের শেষের দিকে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচে সমর্থকদের গালি দিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন আর্সেনাল অধিনায়ক গ্রানিত শাকা। গুঞ্জন উঠেছিল, এই ঘটনায় দলের অধিনায়কত্বও হারাতে পারেন তিনি। শেষ পর্যন্ত হলো সেটাই। আর্সেনাল কোচ উনাই এমেরি নিশ্চিত করেছেন, আর্সেনালের অধিনায়ক হিসেবে শাকাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আর্সেনালের নতুন অধিনায়ক হচ্ছেন পিয়েরে অবামেয়াং। 

    ২৭ অক্টোবর প্যালেসের বিপক্ষে ম্যাচে দুয়ো শুনতে শুনতে বদলি হয়ে মাঠ ছাড়ছিলেন শাকা। মাঠ ছাড়ার আগে সমর্থকদের উদ্দেশ্য করে অশালীন বাক্য ব্যবহার করেছিলেন আর্সেনাল অধিনায়ক। এরপর রাগে জার্সি খুলে ছুড়ে মেরেই মাঠ ছেড়েছেন। এই ঘটনার পর থেকে সমালোচনা শুনেই যাচ্ছেন শাকা। যদিও পরবর্তীতে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছিলেন তিনি। 

    প্যালেসের বিপক্ষে দর্শকের দুয়ো শুনে মেজাজ ধরে রাখতে পারেননি শাকা

     

    এমেরি গতকাল সাংবাদিকদের জানিয়েছেন, শাকা আর দলের অধিনায়ক থাকছেন না, ‘আমি তাকে জানিয়ে দিয়েছি সে আর আর্সেনালের অধিনায়ক থাকছে না। এই সিদ্ধান্ত সে মেনে নিয়েছে। অবামেয়াং, লাকাজেত, ওজিলদেরও এই ব্যাপারে বলা হয়েছে। এই ব্যাপারটা এখানেই শেষ। আমরা পরের ম্যাচ নিয়ে ভাবছি।’

    শাকার ক্লাব ছাড়ার গুঞ্জনটা অধিনায়কত্ব হারানোর পর আরও জোরালো হয়েছে। এমেরি অবশ্য এটা নিয়ে মন্তব্য করতে রাজি নন, ‘এই ব্যাপারে বেশি কিছু বলার নেই। তার ভবিষ্যৎ আশা করি আর্সেনালেই আছে।’