প্রতিপক্ষের কোচকে ধাক্কা মেরে সাত সপ্তাহ নিষিদ্ধ ফ্রাঙ্কফুর্ট অধিনায়ক
সাইডলাইনের বাইরে যাওয়া বল আনতে গিয়ে ফ্রেইবার্গ কোচকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন ফ্রাঙ্কফুর্ট অধিনায়ক ডেভিড আব্রাহাম। সেই ঘটনায় লাল কার্ড দেখতে হয়েছিল তাকে। এবার প্রতিপক্ষের কোচকে ধাক্কা মারার ঘটনায় বড় শাস্তি পেতে হচ্ছে আব্রাহামকে। আব্রাহামকে সব ধরনের ফুটবল থেকে সাত সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছে জার্মান ফুটবল ফেডারেশন। একই সাথে ২১,৪১০ পাউন্ডের জরিমানাও গুনতে হচ্ছে তাকে।
ফ্রেইবার্গ-ফ্রাঙ্কফুর্ট ম্যাচের অন্তিম মুহূর্তে ফ্রেইবার্গ কোচ ক্রিশ্চিয়ান স্টেরিখকে ধাক্কা মেরে ফেলে দেন আব্রাহাম। সাথে সাথে ফ্রেইবার্গ ডাগআউট থেকে ফুটবলাররা এসে আব্রাহামের সাথে তর্কে জড়িয়ে পড়েন। সতীর্থ ও ফ্রেইবার্গ ফুটবলারদের সহায়তায় ঘটনা বেশিদূর গড়ায়নি। রেফারি আব্রাহামকে লাল কার্ড দেখান। ম্যাচের পর স্টেরিখ বলেছিলেন, এই ঘটনাকে বেশি বড় করে দেখার কিছু নেই। আব্রাহাম তার কাছে ক্ষমা চেয়েছেন বলেও জানিয়েছিলেন তিনি।
কোচকে ধাক্কা দিয়ে ফ্রেইবার্গ ফুটবলারদের তোপের মুখে আব্রাহাম
তবে জার্মান ফুটবল ফেডারেশন সহজে ছাড় দেয়নি আব্রাহামকে। ফ্রাঙ্কফুর্ট অধিনায়ককে সাত সপ্তাহের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ করেছেন তারা। এই নিষেধাজ্ঞা থাকলে ২৯ ডিসেম্বর পর্যন্ত। এই সময়ে লিগের ছয়টি ম্যাচ মিস করবেন আব্রাহাম। ২ জানুয়ারি মেইঞ্জের বিপক্ষে ম্যাচ দিয়েই মাঠে ফিরতে পারবেন তিনি।
এদিকে আব্রাহামের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করে ফ্রাঙ্কফুর্ট। কিছুদিনের মাঝেই এই আপিলের শুনানি হবে।