• ক্রিকেট, অন্যান্য
  • " />

     

    হংকংকে উড়িয়ে দিয়ে ইমার্জিং কাপ শুরু নাঈম-সৌম্যদের

    হংকংকে উড়িয়ে দিয়ে ইমার্জিং কাপ শুরু নাঈম-সৌম্যদের    

    হংকং ৫০ ওভারে ১৬৪/৯

    বাংলাদেশ ২৪.১ ওভারে ১৬৬/১

    ফলঃ বাংলাদেশ ৯ উইকেটে জয়ী


    কদিন আগেই ভারত থেকে খেলে এসেছেন ৮১ রানের দারুণ একটা ইনিংস। ইমার্জিং কাপেও সেই ফর্মের কিছুটা টেনে নিয়ে এসেছেন নাঈম শেখ। সৌম্য সরকারও রান পেয়েছেন, হংকংকে ৯ উইকেটে হারিয়েই তাই ইমার্জিং এশিয়া কাপে ভালো শুরু করেছে বাংলাদেশ দল।

    সৌম্য, নাঈম, আফিফ, শান্ত- জাতীয় দলে খেলা বেশ কজনই আছেন ইমার্জিং কাপের দলে। হংকংও প্রায় তাদের জাতীয় দলটাই পাঠিয়েছে। টসে জিতে বল করতে নেমে শুরুতেই হংকংকে ধাক্কা দিয়েছেন সুমন খান, স্কোরকার্ডে ২৫ রান ওঠার পর ফিরিয়ে দিয়েছেন ক্যামেরন ম্যাকঅলসনকে। এক ওবভহার পর আহসান আব্বাসিকেও সুমন উইকেটের পেছনে ক্যাচ বানিয়েছেন। পেসার মেহেদী হাসান রানা শহীদ আসিফকে ফিরিয়ে দিলে ৩৯ রানে ৩ উইকেট হারিয়ে বসে হংকং। কিঞ্চিৎ শাহ ২৪ রান করে ফেলেছিলেন, আফিফের বলে ক্যাচ দিয়েছেন শান্তকে। হাসান মাহমুদ ওয়াজির শাহকে ফিরিয়ে ৭৬ রানে ৫ উইকেট হারায় হংকং।

    ষষ্ঠ উইকেটের এরপর ৫১ রান যোগ করেছিলেন আইজাজ খান ও হারুন আরশাদ। ৩৩ বলে ৩৫ রান করে মেহেদী হাসান রানার বলে ফিরে গেছেন। এরপর এহসান খানকে আউট করে তৃতীয় উইকেট পেয়েছেন সুমন, আফতাব হোসেন হয়েছেন রান আউট। আইজাজ শেষ পর্যন্ত আগলে ধরে ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আউট হয়েছেন ৬০ বলে ২৫ রান করে। শেষ পর্যন্ত পুরো ৫০ ওভার খেলে ৯ উইকেটে ১৬৪ রান তুলেছে হংকং। ডান হাতি পেসার সুমন খান নিয়েছেন ৪ উইকেট, মেহেদী হাসান রানা নিয়েছেন দুইটি উইকেট।

    বাংলাদেশের জন্য এই রান কোনো চ্যালেঞ্জই হয়নি। দুই ওপেনার নাইম ও সৌম্যর ৯৪ রানের জুটি ম্যাচ শেষে সব অনিশ্চয়তা শেষ করে দিয়েছে। নাঈম ভারতের ম্যাচের মতো ফিফটি পেয়েছেন আজও, তবে আউট হয়ে গেছেন ৫২ বলে ৫২ রান করে। বাকি কাজটা করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার।  ৭৪ বলে ৮২ রানে অপরাজিত ছিলেন সৌম্য, ২২ বলে ২২ রান করে ব্যাট করছিলেন শান্ত।