• ক্রিকেট, অন্যান্য
  • " />

     

    নেপালকে উড়িয়ে ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

    নেপালকে উড়িয়ে ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ    

    গ্রুপ বি, বিকেএসপি
    নেপাল ইমার্জিং ১৩৮ অল-আউট, ৪৪.৩ ওভার (কামি ৩৮, মাল্লা ২২, আফ্রিদি ৩/২৯, সুমন ৩/২৯)
    বাংলাদেশ ইমার্জিং ১৪০/২, ২৪ ওভার (শান্ত ৫৯*, নাঈম ৪৫, কারান ১/১১) 
    বাংলাদেশ ইমার্জিং ৮ উইকেটে জয়ী 


    নেপালকে উড়িয়ে দিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ইমার্জিং কাপে টানা তৃতীয় জয় পেয়েছে বাংলাদেশ। গ্রুপ ‘বি’-তে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে তারা, ২১ নভেম্বর মিরপুরে দ্বিতীয় সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ গ্রুপ ‘এ’-এর রানার্স-আপ আফগানিস্তান। 

    বিকেএসপিতে টসে জিতে ফিল্ডিং নিয়ে নেপালকে ১৩৮ রানেই বেঁধে ফেলেছিল বাংলাদেশ- সুমন খান, মিনহাজুল আফ্রিদির সঙ্গে তানভির ইসলাম ও মেহেদি হাসানের সমন্বিত বোলিং পারফরম্যান্সে। সুমন ও আফ্রিদি নিয়েছেন ৩টি করে উইকেট, তানভির ও মেহেদি নিয়েছেন ২টি করে। রানতাড়ায় বাংলাদেশের কাজ সহজ করে দিয়েছে মোহাম্মদ নাঈম শেখের ৫৬ বলে ৪৫ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ৫৬ বলে ৫৯ রানের অপরাজিত ইনিংস। 
     


    আগে ব্যাটিং করা নেপালের ইনিংসে সর্বোচ্চ ৩৮ রান করেছেন নয়ে নামা সোমপাল কামি। নিয়মিত বিরতিতে উইকেট হারানো নেপাল একসময় পরিণত হয়েছিল ৮ উইকেটে ৮৫ রানে, সেখান থেকে তারা ১৩৮ রান পর্যন্ত গেছে মূলত কামির ওই ইনিংসের সঙ্গে কারান কেসির ১৮ রান ও দুজনের ৯ম উইকেটে ৫০ রানের জুটির কল্যাণেই। 

    আফ্রিদি ৩ উইকেট নিয়েছেন ১০ ওভারে মাত্র ২৯ রান দিয়ে, ৩টিই এলবিডব্লিউ। ৩ উইকেট নিতে সুমন খরচ করেছেন ওই ২৯ রানই, তবে তিনি করেছেন ৮.৩ ওভার বোলিং। তানভির ২ উইকেট নিয়েছেন ২৬ রানে, মেহেদি নিয়েছেন ১৫ রানে। 

    রানতাড়ায় ওপেনিংয়ে সৌম্য ও নাঈমের জুটি টিকেছে ৫.৫ ওভার, ১১ রান করে দলীয় ৩৪ রানের সময় ফিরেছেন সৌম্য- কারান কেসির বলে ক্যাচ দিয়ে। ২য় উইকেটে নাঈম-শান্তর ৭৯ রানের জুটিতেই অবশ্য কাজ সারা হয়ে গেছে প্রায় নেপালের, সুসান ভারির বলে ক্যাচ দিয়ে ৫ রানের জন্য ফিফটি মিস করেছেন নাঈম। তবে ইয়াসির আলির সঙ্গে অপরাজিত থেজে জয় নিশ্চিত করেছেন শান্ত।