• অন্যান্য খবর
  • " />

     

    তিন মাস পরেই জিমনাসিয়া ছেড়ে দিলেন ম্যারাডোনা

    তিন মাস পরেই জিমনাসিয়া ছেড়ে দিলেন ম্যারাডোনা    

    প্রায় নয় বছর কোচ হয়ে ফিরেছিলেন আর্জেন্টিনায়। কিন্তু ক্লাব জিমনাসিয়ার দায়িত্বে তিন মাসের বেহসি থাকা হলো না ডিয়েগো ম্যারাডোনার। ম্যারাডোনাকে অবশ্য ছাটাই করা হয়নি, ক্লাবের প্রেসিডেন্ট চলে যাওয়াতেই তিনি পদ ছেড়ে দিয়েছেন।

    গত সেপ্টেম্বরেই মাত্র জিমনাসিয়ার দায়িত্ব নিয়েছিলেন ম্যারাডোনা। শুরুটা ভালো হয়নি, প্রথম তিন ম্যাচ হেরেছিল তার দল। এরপর অবশ্য কিছুটা ঘুরে দাঁড়িয়েছে জিমনাসিয়া, পরের পাঁচ ম্যাচের জিতেছে তিনটিতে। তবে ক্লাবে অস্থিরতা কাটছিল না। এর মধ্যে জিমনাসিয়ায় নির্বাচন হয়েছে, ক্লাব প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল পেলেগ্রিনো চলে গেছেন। ম্যারাডোনা আগে বলেছিলেন, পেলেগ্রিনো চলে গেলে তিনি আর থাকবেন না। নিজের কথা থেকে সরে আসেননি।

    গত বছর সেপ্টেম্বরে মেক্সিকোর দ্বিতীয় বিভাগের ক্লাব দোরাদস লে সিনালোয়ার দায়িত্ব নিয়েছিলেন ম্যারাডোনা। নয় মাস পর স্বাস্থ্যগত কারণে তাদের দায়িত্ব ছেড়ে দেন। ক্যারিয়ারে এক বছরের বেশি সময় কাজ করতে পেরেছেন শুধু একটা ক্লাবেই। ২০১১-১২ সালে আমিরাতের ক্লাব আল ওয়াসলে ১৪ মাস কাজ করেছিলেন। 

    ম্যারাডোনার যত ক্লাব 

    তেক্সতিল মান্দিউ (অক্টোবর ১৯৯৪- ডিসেম্বর ১৯৯৪)

    রেসিং ক্লাব (জানুয়ারি ১৯৯৫-মার্চ ১৯৯৫)

    আর্জেন্টিনা (অক্টোবর ২০০৮-জুলাই ২০২০)

    আল ওয়াসল (মে ২০১১-জুলাই ২০১২)

    আল ফুজাইরাহ (মে ২০১৭-এপ্রিল ২০১৮)

    দোরাদস (সেপ্টেম্বর ২০১৮- জুন ২০১৯)

    জিমনাসিয়া (সেপ্টেম্বর ২০১৯-নভেম্বর ২০১৯)