বাংলাদেশে আসছে ম্যান ইউনাইটেড?
আগামী বছর ইউরোপিয়ান ফুটবলের প্রাক-মৌসুমে বাংলাদেশ সফরে আসতে পারে ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। ইউরোপিয়ান দলগুলোর জন্য প্রাক-মৌসুমে এশিয়া সফর নতুন কিছু নয়। এ বছরও সিঙ্গাপুর ও চীনে দুইটি ম্যাচ খেলে গেছে রেড ডেভিলরা।
ম্যান ইউনাইটেডের বাংলাদেশে খেলতে আসার ব্যাপারটি অবশ্য এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ প্যাভিলিয়নকে নিশ্চিত করেছেন এ মাসেই ইউনাইটেডের চার সদস্যের একটি পর্যবেক্ষক দল ঢাকায় আসবেন। মূলত কাঠামোগত দিকগুলোই পর্যবেক্ষণ করবেন তারা।
ম্যান ইউনাইটেড খেলতে এলে তাদের প্রতিপক্ষ হবে কারা? বাফুফে সাধারণ সম্পাদক বলছেন, ইউরোপের আরও একটি বড় ক্লাবকেও আকৃষ্ট করতে চান তারা, "আমাদের সবসময়ই লক্ষ্য থাকে দেশের টুর্নামেন্টগুলোর পাশাপাশি বিদেশী বড় ক্লাব বা আন্তর্জাতিক দলকে নিয়ে দেশের মাঠে ম্যাচ আয়োজন করার। এবারও কথা-বার্তা চলছে।"
"ইউনাইটেডের প্রতিপক্ষ হিসেবে ইউরোপের বড় আরেকটি ক্লাবকে আনার চেষ্টা করব আমরা। সেটা হতে পারে জুভেন্টাস বা পিএসজি।"
এর আগে ২০১০ সালে সবশেষ আর্জেন্টিনা ও নাইজেরিয়ার ম্যাচ আয়োজন করেছিল বাংলাদেশ। এর পর বিভিন্ন সময়ে বড় দলগুলোর বাংলাদেশের খেলার কথা শোনা গেলেও সেসব আর বাস্তবয়ান হয়নি। তবে অন্য কোনোবার প্রাথমিক কথা-বার্তাও এতোদূর গড়ায়নি। সে হিসেবে ইউনাটেডকে দেখার স্বপ্ন দেখতেই পারেন বাংলাদেশী ফুটবল সমর্থকেরা।